ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

মিউজিক ভিডিওতে শুভ-তিশা, সঙ্গে ১৩ তারকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
মিউজিক ভিডিওতে শুভ-তিশা, সঙ্গে ১৩ তারকা তিশা ও শুভ / ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা অভিনীত ‘অস্তিত্ব’ ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। অনন্য মামুনের এ ছবির নায়ক-নায়িকাসহ সিংহভাগ শিল্পী ও কলাকুশলীর অংশগ্রহণে তৈরি হচ্ছে একটি মিউজিক ভিডিও।

বিশ্ব অটিজম সচেতনতা দিবস (২ এপ্রিল) উপলক্ষে বিশেষ শিশুদের উৎসর্গ করা হবে এই গান ও ভিডিও।

শুভ-তিশার পাশাপাশি এতে অংশ নিয়েছেন বিভিন্ন অঙ্গনের ১৩ জন তারকা। তারা হলেন অভিনেতা মিশা সওদাগর, চিত্রনায়ক ইমন, অভিনেত্রী ভাবনা, আলিশা প্রধান, বিপাশা কবির, সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নি, ইবরার টিপু, অদিত, লেমিস, পূজা, ইলিয়াস হোসাইন, লাবণ্য, আরজে নীরব।  

অনন্য মামুন জানান, বিশেষ শিশুদের নিয়ে ‘অস্তিত্ব’ ছবিতে একটি গান রাখা হয়েছে। কিন্ত ছবির সঙ্গে এই মিউজিক ভিডিওর তেমন যোগসূত্র নেই। তবে ভিডিওটিতে তিশা, শুভ, সুচরিতাসহ ছবিটির পেছনের ও সামনের মানুষগুলোর অংশগ্রহণ থাকছে।

সোমবার (২৮ মার্চ) সকাল থেকে ঢাকা ক্যান্টনমেন্টে এর দৃশ্যধারণে অংশ নেন ১৫ তারকা। গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর-সংগীতে ইবরার টিপুর। ওমেরা এলটিভি নিবেদিত ও প্রয়াসের সার্বিক তত্ত্বাবধানে তৈরি হচ্ছে ভিডিওটি।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘন্টা, মার্চ ২৮, ২০১৬
এসও/জেএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।