ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

জিপি মিউজিকে পাঁচ দিনে এক লাখের বেশি নিবন্ধন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
জিপি মিউজিকে পাঁচ দিনে এক লাখের বেশি নিবন্ধন

আনুষ্ঠানিক উন্মোচনের মাত্র পাঁচ দিনেই জিপি মিউজিক মোবাইল অ্যাপে নিবন্ধন করেছে এক লাখ ২৫ হাজার গ্রাহক। গত ২০ মার্চ ডিজিটাল মিউজিক মোবাইল অ্যাপ উন্মোচনের পর এত কম সময়ে রেকর্ড পরিমাণ নিবন্ধন হলো।



মোবাইলের সব প্ল্যাটফর্মে চালু হওয়ায় জিপি মিউজিক মাত্র পাঁচদিনে নিবন্ধনে রেকর্ড তৈরি করেছে। আইফোনের আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত সকল ডিভাইসে ব্যবহার করা যাচ্ছে জিপি মিউজিক অ্যাপ। অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্ম জিপি মিউজিক।

২৫ হাজারের বেশি স্থানীয় গান নিয়ে চালু হওয়া জিপি মিউজিক বাংলা ভাষায় বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল মিউজিক লাইব্রেরি। ফলে শীর্ষস্থানীয় সংগীতশিল্পীদের অ্যালবাম ও গান জিপি মিউজিক অ্যাপে পাওয়া যাচ্ছে। দেশের সব সংগীতশিল্পীকে নিজেদের গান ডিজিটাল প্ল্যাটফর্মে সরবরাহের সুযোগ করে দেওয়াই অ্যাপটির মূল উদ্দেশ্য। এ ছাড়া মিউজিক পাইরেসি কমানোর ক্ষেত্রে এ ধরনের ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্ম সঙ্গীতাঙ্গনে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।

গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) ইয়াসির আজমান জিপি মিউজিক প্রসঙ্গে বলেন, ‘আমরা সবার ডিজিটাল জীবনের সঙ্গী হতে চাই। আমরা বিশ্বাস করি, সংগীতপ্রেমীদের জন্য জিপি মিউজিক বাংলাদেশে সেরা ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্ম সেবা দিতে পারবে। ’

এদিকে গ্রামীণফোনের ডিজিটাল সার্ভিস বিভাগের প্রধান মোহাম্মদ মুনতাসির বলেন, ‘শুরুতেই দেশের সংগীতশিল্প এবং গ্রাহকদের ব্যাপক সাড়া পাওয়ায় আমরা অভিভূত। প্রথম সপ্তাহেই এক লাখ ২৫ হাজার নিবন্ধিত গ্রাহক আমারদের চলার পথকে অনেক বেশি সহজ করে দিয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।