ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

অমিতাভ এবার জেমস বন্ড!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
অমিতাভ এবার জেমস বন্ড!

হলিউডের মার্জিত ও কেতাদুরস্ত গোয়েন্দা জেমস বন্ড চরিত্রে ভক্তদের সামনে আসছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। তা-ও ৭৪ বছর বয়সে।

তার চারপাশ ঘিরে থাকবে সুন্দরী নারীরা।

না, পর্দায় নয়। একটি ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য বন্ড সেজেছেন বিগ বি।
রোববার (২৭ মার্চ) ভোরে নিজের ব্লগে এ খবর দেন তিনি। তার কথায়, ‘ম্যাগাজিনের কর্তাব্যক্তিরা ঠিক করে রেখেছিলেন বন্ড-অনুপ্রাণিত সাজে উপস্থাপন করবেন আমাকে। যার চারপাশে থাকবে সুন্দরীরা। ’

অমিতাভ আরও বলেছেন, ‘যে কোনো পরিস্থিতির তুলনায় এটা খুব বেমানান মনে হচ্ছে। কি উদ্ভট ব্যাপার! কি আর করা, মুখোমুখি তো হতেই হবে। ৭৪ বছরের ক’জনইবা এমন সুযোগ পায়। তাই মেনে নিলাম!’

অমিতাভের সমসাময়িক আর কেউ তার মতো এতো সক্রিয় নন বলিউডে। ছোট কিংবা বড় পর্দা, দুই জায়গাতেই চার দশকেরও বেশি সময় ধরে নিয়মিত কাজ করে ভারতীয় শোবিজের সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়ে আছেন তিনি। তার হাতে এখন আছে ‘পিঙ্ক’ নামের একটি ছবি।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।