ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

আরবাজ-মালাইকার বিচ্ছেদের ঘোষণা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
আরবাজ-মালাইকার বিচ্ছেদের ঘোষণা

বলিউডের তারকা দম্পতি আরবাজ খান ও মালাইকা অরোরার ছাড়াছাড়ির গুঞ্জন বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিলো। কারণ অনেকদিন ধরে এক ছাদের নিচে থাকছিলেন না তারা।

এবার নিজেরাই এর সত্যতা নিশ্চিত করে যৌথ বিবৃতি দিলেন দু’জনে। ফলে আরবাজ-মালাইকার ১৮ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি ঘটলো। তারা বলেছেন, ‘হ্যাঁ, এটা সত্যি আমরা আলাদা হয়ে গেছি। ’

তবে তৃতীয় কোনো ব্যক্তির কারণে এ বিচ্ছেদ হওয়ার কথা অস্বীকার করেছেন উভয়ে। এমনকি বিয়ের ইতি টেনে বিচ্ছেদ হওয়াটা তাদের কাছেও অস্বাভাবিক মনে হচ্ছে। যদিও আলাদা হয়ে যাওয়াটা সাময়িক বলেও আভাস দিয়েছেন তারা। ভবিষ্যতে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দু’জনে।

বিবৃতিতে নিজেদেরকে নিজেদের মতো করে থাকার সুযোগ দেওয়ার জন্য গণমাধ্যমের কাছে অনুরোধ জানিয়েছেন আরবাজ ও মালাইকা। কে কি বললো তা নিয়েও মাথা না ঘামানোর আহ্বান জানিয়েছেন তারা। ইনস্টাগ্রামে আরবাজ বলেন, ‘গণমাধ্যমের কাছে বিনীত অনুরোধ, জল্পনা বন্ধ করে আমাদেরকে একা থাকতে দিন। সময় হলে কথা বলবো। অনুগ্রহ করে আমাদের গোপনীয়তাকে মেনে নিন। ’

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।