ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

ব্রুনো মার্সের সঙ্গে মল্লিকার কাজের নেপথ্য ভিডিও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
ব্রুনো মার্সের সঙ্গে মল্লিকার কাজের নেপথ্য ভিডিও

চার বছর আগের কথা। আমেরিকান পপতারকা ব্রুনো মার্সের ‘হোয়াট্টা ম্যান’ গানের ভিডিওতে মডেল হয়েছিলেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত।

এতোদিন পর এসে কাজ করার সময়কার নেপথ্যের একটি ভিডিও ক্লিপ ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি।

গানটি হলো আমেরিকান হিপহপ ত্রয়ী সল্ট-এন-পিপা ও আমেরিকান রিদমঅ্যান্ডব্লুজ/পপ ভোকাল দল এন ভোগের ‘হোয়াট্টা ম্যান’-এর প্যারোডি ভিডিও। এতে জেমস বন্ড রূপী ব্রুনোর সঙ্গে প্রতারণা করতে দেখা যায় মল্লিকাকে। গত ২৫ মার্চ ক্লিপটি উন্মুক্ত করেন তিনি।

আন্তর্জাতিক অঙ্গনে এটাই মল্লিকার প্রথম কাজ নয়। ২০০৫ সালে জ্যাকি চ্যানের সঙ্গে ‘দ্য মিথ’ ছবিতে অভিনয় করেন তিনি। ‘হিস’, ‘পলিটিকস অব লাভ’-এর মতো আন্তর্জাতিক ছবিতে কাজ করেছেন ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী। গত বছর বলিউডে ‘দ্য ডার্টি পলিটিকস’ ছবিতে সর্বশেষ দেখা গেছে তাকে। এখন তার হাতে আছে ড্যানিয়েল লি পরিচালিত হলিউডের ছবি ‘দ্য লস্ট টম্ব’।

বাংলাদেশ সময়: ২০১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।