ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

দেশে দেশে স্বাধীনতা ও মুক্তির গান এবং চলচ্চিত্র

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
দেশে দেশে স্বাধীনতা ও মুক্তির গান এবং চলচ্চিত্র

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চলচ্চিত্রম ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্টকলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘দেশে দেশে স্বাধীনতা ও মুক্তির গান এবং চলচ্চিত্র’ শীর্ষক দুই দিনের অনুষ্ঠানমালা।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ২৯ ও ৩০ মার্চ থাকছে গান, ভিডিওচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী।

এই আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানান চলচ্চিত্র ফিল্ম সোসাইটির আহ্বায়ক মোরশেদুল ইসলাম।  

মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় সংগীতানুষ্ঠান পর্বে গান গেয়ে শোনাবেন শিল্পী ডালিয়া নওশীন, মহিউজ্জামান চৌধুরী ময়না, নাসিমা শাহীন ও মাহমুদুল হাসান। একই সঙ্গে দেখানো হবে বিশ্বের বিভিন্ন দেশের স্বাধীনতা ও সংগ্রামের ওপর নির্মিত কিছু গানের দৃশ্যায়ন।

আগামী ৩০ মার্চ চলচ্চিত্র পর্বে বিকেল ৪টায় রয়েছে ইলিয়া সুলাইমান পরিচালিত ফিলিস্তিনি ছবি ‘দ্য টাইম দ্যাট রিমেইনস’। এরপর সন্ধ্যা ৬টায় দেখানো হবে মোরশেদুল ইসলাম পরিচালিত ‘অনিল বাগচীর একদিন’ (সৈয়দ আরেফ, জ্যোতিকা জ্যোতি, তৌফিকুল ইসলাম ইমন)।

বাংলাদেশ সময় : ২৩৩৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।