ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

মিউজিক ভিডিওতে নিলয়-শখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
মিউজিক ভিডিওতে নিলয়-শখ শখ ও নিলয়

চলচ্চিত্রে, নাটক-টেলিছবিতে ও বিজ্ঞাপনচিত্রে জুটি বেঁধেছেন নিলয় ও শখ। এবার মিউজিক ভিডিওতে একসঙ্গে দেখা যাবে এই তারকা দম্পতিকে।

নবীন দুই কণ্ঠশিল্পী আমিদ ও স্বর্ণার গাওয়া ‘এই সময়’ শিরোনামের গানটি তৈরি করেছেন সাজিদ। এর নির্দেশনা দিয়েছেন সাকিব নজর। এবারের পহেলা বৈশাখে এটি মুক্তি পেতে পারে।

চলতি সপ্তাহে তিন দিন এর দৃশ্যায়ন হয়েছে রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায়্। এ ছাড়া তারা কাজ করেছেন নির্মাতার স্টুডিও বাটারসাকিবে সবুজ পর্দায়। কারণ এতে প্রচুর ভিজ্যুয়াল ইফেক্টসের কাজ থাকছে।

নিলয় বাংলানিউজকে বললেন, ‘আমরা এবারই প্রথম কোনো ভিডিওতে একসঙ্গে কাজ করলাম। আশা আছে ভালো কিছু হবে। দেখা যাক। ’

এটি নিলয়ের দ্বিতীয় মিউজিক ভিডিও। এর আগে সোহেল আরমানের নির্দেশনায় পড়শীর গানে মডেল হন তিনি।

এ ভিডিওতে কাজ করা প্রসঙ্গে নিলয় বললেন, ‘নির্মাতা সাকিব যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা করে এসেছেন। তাকে তিন বছর আগে থেকে চিনি। তার টুকিটাকি কাজ দেখাতেন মোবাইল ফোনে। তার ভিজ্যুয়াল ইফেক্টসের চিন্তাভাবনা ভালো। দ্বিতীয়ত ভিডিওটির চিত্রগ্রহণ করেছেন আমার প্রিয় নাজমুল হাসান। তাছাড়া গানটাও সুন্দর মনে হলো, হালকা মেজাজের। ’

বাংলাদেশ সময় : ২৩২৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।