ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

‘এক রিকশায় পাশাপাশি দু’জনে কি চলতে পারি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
‘এক রিকশায় পাশাপাশি দু’জনে কি চলতে পারি’ ন্যানসি ও ইমরান

‘আপনাকে কি একটিবার তুমি করে বলতে পারি/এক রিকশায় পাশাপাশি দু’জনে কি চলতে পারি’- এ কথাগুলো একটি গানের। গেয়েছেন জনপ্রিয় দুই সংগীতশিল্পী ন্যানসি ও ইমরান।

পহেলা বৈশাখ উপলক্ষে ‘আমরা আমরা-৩’ নামের একটি অ্যালবামে থাকবে এটি। ‘তুমি করে বলতে পারি’ শিরোনামের গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর ও সংগীত পরিচালনা করেছেন অয়ন চাকলাদার।

গানটি প্রসঙ্গে ন্যানসি বললেন, ‘গানের কথাগুলো একটু অন্যরকম। আর ইমরান আর আমি সম্প্রতি কয়েকটি ছবির জন্য গাইলেও দীর্ঘদিন কোনো অডিও অ্যালবামে আমাদের দ্বৈত গান আসেনি। নতুন গানটির ব্যাপারে আমি আশাবাদী। ’

অন্যদিকে ইমরান বলেন, ‘একটু ভিন্নধর্মী কথার গান এটি। ন্যানসি আপুর সঙ্গে তিন বছর পর অডিও অ্যালবামের জন্য গাইলাম। বন্ধু অয়ন চাকলাদারও ভালো সুর করেছে। ’

বাংলাদেশ সময়: ০৯১১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।