ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

সাইফের মেয়ের সঙ্গে শহীদের ভাই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
সাইফের মেয়ের সঙ্গে শহীদের ভাই সারা খান ও ইশান খাত্তার

প্রাক্তন প্রেমিক-প্রেমিকা শহিদ কাপুর ও কারিনা কাপুর খান সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে একে অপরের প্রশংসা করেছেন। নতুন খবর হলো, তাদের পরিবারের দুই তরুণ-তরুণী একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন।

খবর পিঙ্কভিলার।

কারিনার স্বামী সাইফ আলি খানের প্রথম ঘরের কন্যাসন্তান সারা খান জুটি বাঁধছেন শহিদের সৎ ভাই ইশান খাত্তারের সঙ্গে। করণ জোহর পরিচালিত ২০১২ সালের ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর দ্বিতীয় কিস্তিতে দেখা যাবে তাদেরকে।

আগের ছবির মাধ্যমে রূপালি পর্দায় পা রাখেন মহেশ ভাটের কন্যা আলিয়া ভাট, পরিচালক ডেভিড ধাওয়ানের পুত্র বরুণ ধাওয়ান এবং সিদ্ধার্থ মালহোত্রা।

সারার মা বলিউড অভিনেত্রী অমৃতা সিং। অন্যদিকে ঈশানের বাবা বলিউড অভিনেতা-নির্মাতা পঙ্কজ কাপুর, মা নীলিমা আজমি। সারা ও ঈশান উভয়ে অভিনয়কে পেশা হিসেবে নিতে আগ্রহী ছিলো।

পড়াশোনা শেষ করে মেয়ে নায়িকা হলেও আপত্তি নেই বলে জানিয়েছিলেন সাইফ। সারা পড়ছে কলাম্বিয়া ইউনিভার্সিটিতে। অন্যদিকে শহিদের আগামী ছবি ‘উড়তা পাঞ্জাব’-এ সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন ঈশান। এতে কারিনা আর আলিয়াও অভিনয় করেছেন। এক সাক্ষাৎকারে শহিদ দাবি করেন, তার চেয়েও ভালো নাচতে পারেন ঈশান।

বাংলাদেশ সময় : ১১৫২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।