ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

বিপাশা বসুর বিয়ে ৩০ এপ্রিল?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
বিপাশা বসুর বিয়ে ৩০ এপ্রিল? করণ সিং গ্রোভার ও বিপাশা বসু

জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। প্রেমিক করণ সিং গ্রোভারের সঙ্গে আগামী ৩০ এপ্রিল বিয়ের বন্ধনে জড়াবেন ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী।

খবর স্টারডাস্টের।

আগুন সাক্ষী রেখে শপথ নিয়ে প্রেমের সফল সমাপ্তির পথে এগিয়ে যাওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছেন বিপাশা-করণ। মুম্বাইয়ের একটি পাঁচতারকা হোটেলে সম্পন্ন হবে বিয়ের আনুষ্ঠানিকতা। এখন দুই পরিবারে চলছে তারই তোড়জোড়।

কিছুদিন আগে করণের মা দীপা সিং গ্রোভার বিপাশার কাছ থেকে পুত্রকে সরে আসার জন্য আদেশ দেন। এ কারণে দু’জনের কপালে ভাঁজ পড়েছিলো। তবে করণের মায়ের মন গলেছে। তিনি বিপাশাকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে রাজি হয়েছেন। তাই বিয়ের পিঁড়িতে বসতে আর দেরি করতে চান না তারা।

‘অ্যালোন’ ছবিতে অভিনয় করতে গিয়ে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে উঠতি অভিনেতা করণ সিং গ্রোভারের পরিচয়। এরপর কী হয়েছে সবারই জানা। দু’জনের মধ্যে বোঝাপড়া দারুণ। একসঙ্গে বিভিন্ন জায়গায় যাওয়ার পাশাপাশি বিশেষ দিনগুলো তারা উদযাপন করেছেন হাতে হাত রেখে। তবে নিজেদের সম্পর্ক নিয়ে কেউ প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

এর আগে জন অ্যাব্রাহাম, দিনো মোরেয়া ও হারমান বেওয়েজার সঙ্গে প্রেম করেছেন বিপাশা বসু। অন্যদিকে করণ বিয়ে করেছিলেন দু’বার। টিভি অভিনেত্রী জেনিফার উইঙ্গেট ও শ্রদ্ধা নিগামের সঙ্গে তার বিয়ে টেকেনি।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।