ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

ব্যাটম্যান ও সুপারম্যান লড়াইয়ে রেকর্ড ভাঙলো

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
ব্যাটম্যান ও সুপারম্যান লড়াইয়ে রেকর্ড ভাঙলো

রেকর্ড গড়লো সুপারহিরো ছবি ‘ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান: ডন অব জাস্টিস’। ব্যাপক সমালোচনার পরও ওয়ার্নার ব্রাদার্সের পরিবেশনায় মুক্তির প্রথম সপ্তাহে এটি আয় করেছে ১৭ কোটি মার্কিন ডলার।

বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ৩২৮ কোটি টাকারও বেশি!

ডিসি কমিকসের আর কোনো ছবি মুক্তির পরপরই এতো বিপুল অর্থ আয়ের রেকর্ড গড়তে পারেনি। যুক্তরাষ্ট্রে মুক্তির প্রথম সপ্তাহে সর্বকালের সেরা আয়ের দিক দিয়ে এর অবস্থান ষষ্ঠ। হলিউডে ইস্টারে মুক্তি পেয়েছে এমন ছবিগুলোর মধ্যে এর আয়ই সর্বোচ্চ। গত বছর ‘ফিউরিয়াস সেভেন’ ১৪ কোটি ৭২ লাখ ডলার আয় করে ইস্টারে এক নম্বরে ছিলো।

প্রথমবারের মতো একফ্রেমে ব্যাটম্যান ও সুপারম্যানের লড়াই দেখতে উন্মুখ ছিলেন দর্শকরা। এর সুবাদেই রেকর্ডগুলো হচ্ছে বলে মন্তব্য বিশ্লেষকদের। জানা গেছে, এর বেশিরভাগ দর্শকই পুরুষ (৬৬ শতাংশ)। আর ৬৩ শতাংশ টিকিট ক্রেতার বয়স ১৮ থেকে ৩৪ বছরের মধ্যে।

যুক্তরাজ্যে এটি প্রথম সপ্তাহে আয় করেছে ১ কোটি ৫৫ লাখ পাউন্ড। মার্চে মুক্তি পাওয়া কোনো ছবির আয়ে এটাও রেকর্ড। বাংলাদেশি মুদ্রায় যা ১৭২ কোটি ৩৩ লাখ টাকারও বেশি।

জ্যাক স্নাইডার পরিচালিত ‘ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান: ডন অব জাস্টিস’ তৈরিতে খরচ হয়েছে ২৫ কোটি ডলার। এ ছবির মাধ্যমে প্রথমবার ব্যাটম্যানের পোশাক গায়ে জড়িয়েছেন বেন অ্যাফ্লেক। আর ‘ম্যান অব স্টিল’ ছবির পর আবার সুপারম্যান চরিত্রে অভিনয় করেছেন হেনরি ক্যাভিল।

ছবিটিতে আরও অাছেন জেসি আইজেনবার্গ, অ্যামি অ্যাডামস, গ্যাল গ্যাডোট, লরেন্স ফিশবার্ন, জেরেমি আয়রনস, হলি হান্টার, ডায়েন লেন, কেভিন কস্টনার প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৪৫০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।