ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

ক্ষণিকের তারার মেলা…

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
ক্ষণিকের তারার মেলা…

প্রায় সবাই চেক-ইন দিয়েছিলেন। কেউ কেউ আগে না দিলেও পরে ‘দলবদ্ধ’ সেলফি দিয়েছেন ফেসবুকে।

স্থান রাজধানীর আমেরিকান সেন্টার। একই দিনে ও একই সময়ে শোবিজ অঙ্গনের বিপুল সংখ্যক তারকার মেলা বসেছিলো ওখানে। উদ্দেশ্য কী?

জাস্ট গেট-টুগেদার? আমেরিকান সেন্টারের ‍উদ্যোগে প্রতি বছর দেশের উল্লেখযোগ্য শিল্পীদের নিয়ে এমন আয়োজন হয়, সোমবার (২৮ মার্চ) ছিলো তেমনই একটি দিন।

বিকেল থেকেই সংগীত ও অভিনয়শিল্পীরা জড়ো হতে থাকেন গুলশানের আমেরিকান সেন্টারে। ব্যস্ততার ফাঁকে অনেকদিন পর অনেকের মধ্যে দেখা হয়ে যাওয়ার এই উপলক্ষ্য সবার মনে ভালোলাগা তৈরি করেছে।

আড্ডা অনুষ্ঠানে কণ্ঠশিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন রুনা লায়লা, জেমস, কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, রবি চৌধুরী, এসডি রুবেল, পার্থ বড়ুয়া, রিজিয়া পারভীন, হায়দার হোসাইন, প্রীতম আহমেদ, হাবিব ওয়াহিদ, তাহসান, দিনাত জাহান মুন্নী, তানভীর তারেক, সাব্বির, নিশিতা বড়ুয়া, কিশোর দাস, কনা, শশী, সজীব দাস, লিজা প্রমূখ।

অভিনয়শিল্পীদের মধ্যে ছিলেন তানিয়া আহমেদ, ওমর সানী, মিশা সওদাগর, চঞ্চল চৌধুরী, পূর্ণিমা, আরিফিন শুভ, ইমন, নাদিয়া, পিয়া, নাঈম, বাঁধন, ভাবনা, শাহনাজ খুশি, মীর সাব্বিরসহ অনেকে।

শিল্পীদের সূত্রে জানা গেছে, আমেরিকান সেন্টারের কর্তারা তাদের সঙ্গে আড্ডা দিয়েছেন। আড্ডাচ্ছলে বাংলাদেশ থেকে আমেরিকায় ভ্রমণসংক্রান্ত নিয়ম-কানুন তুলে ধরা হয়। নিরাপদ ভ্রমণের জন্য কী কী সতর্কতা অবলম্বন করা যায়, সেগুলোও উঠে এসেছে। বিশেষ করে নতুনদের জন্য এ ধরনের আড্ডা বেশ দরকারি বলে মনে করেন শিল্পীরা।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।