ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

গেইলকে বই উপহার দিলেন অমিতাভ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
গেইলকে বই উপহার দিলেন অমিতাভ

ওয়েস্ট ইন্ডিজ দলের ব্যাটসম্যান ক্রিস গেইলের জন্য নিজের বাড়িতে নৈশভোজের আয়োজন করলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। তার আতিথেয়তায় মুগ্ধ ৩৬ বছর বয়সী এই খেলোয়াড়।

ইনস্টাগ্রামে ৭৩ বছর বয়সী বিগ বি’র সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে এ বার্তা দেন গেইল। এতে দেখা যাচ্ছে গেইলের হাতে বিগ বি’র একটি বই, সঙ্গে ইংরেজি ‘বি’ অক্ষর লেখা বড়সড় একটি বাক্স।

ছবিটির ক্যাপশনে অমিতাভকে উদ্দেশ্য করে গেইল লিখেছেন, ‘আপনার বাড়িতে নিমন্ত্রণ জানানো ও আতিথেয়তার জন্য ধন্যবাদ। বই উপহার দেওয়ার জন্যও ধন্যবাদ। ’ তিনি আরও বলেন, ‘বস (অমিতাভ) চান আমি সেঞ্চুরি করি, তবে ভারত জিতুক। কিন্তু সেঞ্চুরি করার চেয়েও দল জিতলে বেশি ভালো লাগবে আমার। ’

এরপর ‘পিকু’ তারকা অমিতাভ একই ছবি টুইটারে শেয়ার করে লিখেছেন, ‘জানতাম না আমার ভক্ত সে। খুব বিনম্র মানুষ। আশা করি, যে সৌজন্যতা দেখালাম, বৃহস্পতিবার (৩১ মার্চ) ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে প্রতিদান দেবে সে!’    

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।