ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

নতুন পরিচয়ে জোহাদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
নতুন পরিচয়ে জোহাদ

নেমেসিস ব্যান্ডের গায়ক জোহাদ ক্যাটস আইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসডের হচ্ছেন। বুধবার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁয় চুক্তিস্বাক্ষর করবেন তিনি।

পোশাকের ব্র্যান্ডটির সঙ্গে আগে যুক্ত ছিলেন বাংলাদেশি সুপার মডেল আসিফ আজিম। গত বছর থেকে তিনি আর ক্যাটস আইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত নন। তাই নতুন শুভেচ্ছাদূত নির্বাচন করা হয়েছে জোহাদকে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত ৫৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন জোহাদ। পুরো আয়োজন মিলনায়তনে বসে উপভোগ করেন তিনি। বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান কাইনেটিক মিউজিক তাকে এ সুযোগ করে দিয়েছে।

দীর্ঘদিন ধরে গান বিপণনের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম আইটিউনস, গুগল, অ্যামাজনের সঙ্গে কাজ করছে কাইনেটিক মিউজিক। তারা নেমেসিস ব্যান্ডের অনলাইন ডিস্ট্রিবিউটর। সেই সূত্রে জোহাদ গ্র্যামিতে যাওয়ার সুযোগ পান।

বাংলাদেশ সময় : ১৭৪৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।