ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

নাট্যজন সুরুজের চিকিৎসায় বিশেষ প্রদর্শনী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
নাট্যজন সুরুজের চিকিৎসায় বিশেষ প্রদর্শনী

সিরাজগঞ্জ জেলার অন্যতম প্রধান নাট্য সংগঠন থিয়েটার মঞ্চ ও শিশু-কিশোর নাট্যমঞ্চের প্রতিষ্ঠাতা, মঞ্চ অভিনেতা, নির্দেশক আমির হোসেন সুরুজ অসুস্থ। সম্প্রতি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী তিনি।

তার সুচিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন।

সুরুজের পরিবার আর্থিকভাবে অসচ্ছল। এ অবস্থায় তার পাশে দাঁড়িয়েছেন শিল্প-সংস্কৃতি অঙ্গনের অনেকেই। সুরুজের চিকিৎসায় সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান। এ উপলক্ষে এ সংগঠনের অন্তর্ভুক্ত দুটি দল দুটি নাটকের বিশেষ প্রদর্শনী করবে।

জানা যায়, আগামী ১ এপ্রিল সন্ধ্যা ৭টায় লোক নাট্যদলের (বনানী) ‘কঞ্জুস’ ও  ২ এপ্রিল সন্ধ্যা ৭টায় প্রাঙ্গণেমোরের ‘কনডেমড সেল’-এর বিশেষ প্রদর্শনী হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। দুই প্রদর্শনীর টিকেট বিক্রির অর্থ ব্যয় করা হবে সুরুজের চিকিৎসায়।  

প্রখ্যাত ফরাসি নাট্যকার মলিয়েরের দ্য মাইজার অবলম্বনে ‘কঞ্জুস’ নাটকটি রূপান্তর করেছেন তারিক আনাম খান, নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী। অন্যদিকে অনন্ত হিরার রচনায় ‘কনডেমড সেল’ নাটকের নির্দেশনা দিয়েছেন আউয়াল রেজা।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।