ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

চিত্রকর্মে হুমায়ূন আহমেদ ও ম্যাডোনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
চিত্রকর্মে হুমায়ূন আহমেদ ও ম্যাডোনা

প্রয়াত নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদ আর বিখ্যাত গায়িকা ম্যাডোনা- দু’জনকে পাওয়া যাবে শিল্পী মো. রশিদ আলমের চিত্রকর্মে। ‘থ্রি শ্যাডোস অব আর্ট’ শিরোনামে তার একক চিত্রপ্রদর্শনীতে থাকছে ছবিগুলো।

আগামী ১ এপ্রিল রাজধানীর ধানমন্ডিস্থ আলিয়ঁস ফ্রঁসেজের লা ভেরান্দা ক্যাফেতে এর উদ্বোধন করা হবে। অতিথি হিসেবে থাকবেন শিল্পী অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, শিল্প সমালোচক মহিউদ্দিন খালেদ ও ঢাকা আর্ট কলেজের অধ্যক্ষ গোবিন্দ রায়।

শিল্পী মো. রাশেদ আলমের জন্ম ১৯৮৮ সালে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তিনি ঢাকা আর্ট কলেজ থেকে চারুকলায় স্নাতক (বিএফএ) সম্পন্ন করেন। ‘থ্রি শ্যাডোস অব আর্ট’ তার প্রথম একক প্রদর্শনী। এখানে তিনি দ্বৈতবাদী চিত্রকলা, ভাস্কর্য ও অনুচিত্র (মিনিয়েচার) এ তিন ধরনের শিল্পকর্ম উপস্থাপন করবেন।

‘থ্রি শ্যাডোস অব আর্ট’ প্রদর্শনীটি চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা ও বিকেল ৫টা থেকে রাত ৮টা। সবার জন্য উন্মুক্ত।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।