ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

বদলে যাওয়া জীবন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
বদলে যাওয়া জীবন

বাস্তব ও অবাস্তবের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন মার্কিন গায়িকা জেনিফার লোপেজ। আট বছর বয়সী যমজ সন্তান ম্যাক্স ও এমিকে এর কৃতিত্ব দিলেন তিনি।

খবর পিপল ম্যাগাজিনের।

দুই সন্তানের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন লোপেজ। ৪৬ বছর বয়সী এই গায়িকা বলেন, ‘ওদেরকে আমি জন্ম দিয়েছি, সত্যি বলতে ওরা আমাকে নতুন পথের দিশা দিয়েছে। তারা আমাকে বুঝতে শিখিয়েছে কোনটা বাস্তব আর কোনটা অবাস্তব। তারা সবকিছুই বদলে দিয়েছে। ’

মা হওয়ার পর নিজেকে আরও বেশি প্রাণবন্ত মনে করছেন লোপেজ। সন্তানদের কাছে পেয়েই জীবনকে অন্যভাবে ভেবেছেন তিনি। তার কথায়, ‘ভালোবাসা, কোনটা ঠিক, কোনটা ভুল, এসব নিয়ে নিজেকে নানা প্রশ্ন করেছি। জানতাম ওদের জীবনকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে, আমাকেও দায়িত্বশীল হতে হবে এবং কিছু বিষয় ঠিক করতে হবে যেখান থেকে গান-বাজনা আসে। ’

এদিকে গত ২৬ মার্চ মস্কোতে রুশ ধনকুবের মিখাইল গুতসেরিয়েভের পুত্র সেইড গুতসেরিয়েভের সঙ্গে খাদিজা উঝাখবসের বিয়ের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন লোপেজ। তিনি মোট তিনবার পোশাক পাল্টে মঞ্চে আসেন। তার পরিবেশনায় ছিলো ‘অন দ্য ফ্লোর’, ‘ড্যান্স অ্যাগেইন’ ও ‘গেট রাইট’সহ বিখ্যাত অনেক গান। এ আয়োজনে স্টিং আর এনরিক ইগলেসিয়াসও গেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।