ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

জাতীয় চিত্রশালায় স্থায়ী গ্যালারি, তিন মাসের প্রদর্শনী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
জাতীয় চিত্রশালায় স্থায়ী গ্যালারি, তিন মাসের প্রদর্শনী

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয় চিত্রশালার দোতলায় ১ নং গ্যালারির উদ্বোধন হলো। মঙ্গলবার (২৯ মার্চ) বিকেল ৫টায় এ উপলক্ষে ৯৬ জন শিল্পীর ১৪১টি পেইন্টিং ও ১০টি ভাস্কর্যসহ মোট ১৫১টি শিল্পকর্ম নিয়ে আয়োজন করা হয়েছে তিন মাসব্যাপী প্রদর্শনী।

জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত গ্যালারির উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী, রফিকুন নবী, হাশেম খান ও সৈয়দ জাহাঙ্গীর। স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক উৎপল কুমার দাস।

প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পী জয়নুল আবেদিনের ৪টি, সফিউদ্দিন আহমেদ ৪টি, আনোয়ারুল হক ২টি মোঃ কিবরিয়া ৩টি, আমিনুল ইসলাম ২টি, আব্দুর রাজ্জাক ৩টি, রশীদ চৌধুরী ২টি, মুর্তজা বশীর ৩টি, কাজী আব্দুল বাসেদ ৩টি, এস এম সুলতান ৪টি, দেলোয়ার ১টি, দেবদাস চক্রবর্তী ৩টি, কাইয়ুম চৌধুরী ৩টি, আবু তাহের ২টি, নিতুন কুন্ডু ১টি, সামসুল ইসলাম নিজামী ২টি, হামিদুর রহমান ১টি, প্রাণেশ মন্ডল ১টি, সৈয়দ জাহাঙ্গীর ৩টি, সফিকুল হোসেন ১টি, রফিকুন নবী ২টি, সমরজিৎ রায় চৌধুরী ২টি, হাশেম খান ২টি, জুনাবুল ইসলাম ২টি, মোহাম্মদ মহসিন ১টি, মুস্তফা মনোয়ারের ২টি শিল্পকর্ম।

এ ছাড়া শিল্পী কাজী আনোয়ার, মনিরুল ইসলাম, গোলাম সারোয়ার, কাজী হাসান হাবিব, মাহমুদুল হক, তাহেরা খানম, শাহাবুদ্দিন, হামিদুজ্জামান, শামীম সিকদার, আনোয়ার জাহান, আব্দুল্লাহ খালিদ, আবুল বারক আলভী, সাত্তার, পিচ্ছি আলমগীর, কে এম এ কাইয়ুম, স্বপন চৌধুরী, সৈয়দ আলী আজম, আব্দুল শাকুর, এম এ রউফ, বনিজুল হক, হাসি চক্রবর্তী, মনসুরুল করিম, চন্দ্র শেখর দে, শহীদ কবির, মমিনুর রেজা, কনক চাঁপা, মোঃ ইউনুস, জামাল আহমেদ, রনজিৎ দাস, ফরিদা জামান, শওকাতুজ্জামান, দীপা হক, তরুণ ঘোষ, কাজী রাকিব, সাধনা কবির, নাসরিন, রোকেয়া সুলতানা, নাইমা হক, ঢালী আল মামুন, জুইস, ফারেয়া জেবা, কুহু, শাহাদাৎ, ইফতেখার, খালিদ মাহমুদ মিঠু, ইকবাল, নুরুনাহার পাপা, হাবিবুর রহমান, কাজী গিয়াস, আব্দুল মান্নান, রেজাউল বারি, জলি, মোঃ আলমগীর, রতন মজুমদার, আহমেদ শামসুদোহা, শেখ আফজাল, শিশির ভট্টাচার্য, মতলব আলী, নুরুল ইসলাম, সাইদ তালুকদার, মোস্তাফিজুল হক, মতিউর রহমান মতি, রশিদ আহসেন, রাশা ও খুরশিদ আলম সেলিমের শিল্পকর্মও রয়েছে।

প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা এবং সরকারি ছুটির দিন ও শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে।

বাংলাদেশ সময় : ২১১৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।