ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

‘ভদ্দরনোক’ ৩০০

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
‘ভদ্দরনোক’ ৩০০

স্বাধীনতার পর থেকে ৪৪ বছরের পথ পরিক্রমায় ৫২টি নাটক মঞ্চে এনেছে নাট্যচক্র। এর মধ্যে তাদের ২৭তম প্রযোজনা ‘ভদ্দরনোক’ বহুল আলোচিত এবং দর্শকনন্দিত নাটক।

বুধবার (৩০ মার্চ) এর ৩০০তম মঞ্চায়ন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমী জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে প্রদর্শনী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। বিশেষ অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ এবং ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, বাংলাদেশ সেন্টারের সভাপতি নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ।

মলিয়েরের ‘দ্য বুর্জোয়া জেন্টেলম্যান’ অবলম্বনে নাটকটি রূপান্তর করেছেন ও নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন ম. হামিদ, মাহমুদ সাজ্জাদ, রবিউল মাহমুদ, তনিমা হামিদ, মানজুরুল আলম ও ফাল্গুনী হামিদ।

বাংলাদেশ সময় : ২১৪৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।