ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

গানে ও সেলুলয়েডে যুদ্ধদিনের গল্প

তৃণা শর্মা, প্রদায়ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
গানে ও সেলুলয়েডে যুদ্ধদিনের গল্প

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চলচ্চিত্র ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে শুরু হলো ‘দেশে দেশে স্বাধীনতা ও মুক্তির গান এবং চলচ্চিত্র’ শীর্ষক অনুষ্ঠান। দুই পর্বের এ আয়োজনের প্রথম পর্ব হয়ে গেলো মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায়।

ছিলো বিভিন্ন দেশের স্বাধীনতা আন্দোলনের ওপর নির্মিত গানের দৃশ্য ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান।

শুরুতে সমবেত কণ্ঠে ছিলো ‘মুক্তির মন্দির সোপানতলে’ গানটি। এ গানের সঙ্গে দেখানো হয় অবিভক্ত ভারতের স্বাধীনতা আন্দোলনের ওপর কিছু দৃশ্য। পুরো পর্ব জুড়ে ছিল ১৫টি গান। এগুলো পরিবেশন করেন মহিউজ্জামান চৌধুরী ময়না, ডালিয়া নওশীন, নাসিমা শাহীন ও মাহমুদুল হাসান।

‘মাগো ভাবনা কেনো’, ‘রক্ত গোলাপ ফুটেছে ঐ’, ‘সালাম সালাম হাজার সালাম’- এ তিনটি গান গেয়েছেন মহিউজ্জামান চৌধুরী ময়না। ‘এক সাগর রক্তের বিনিময়ে’, ‘সেই রেল লাইনের ধারে’, ‘তারা এ দেশের সবুজ ধানের শীষে’ গান তিনটি পরিবেশন করেন ডালিয়া নওশীন। ‘এক নদী রক্ত পেরিয়ে’, ‘স্বাধীনতা এক গোলাপ ফোটানোর দিন’, ‘সবকটা জানালা খুলে দাও না’- এ তিনটি গান পরিবেশন করেন নাসিমা শাহীন।

‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’ গানটি দ্বৈত কণ্ঠে পরিবেশন করেন ডালিয়া নওশীন ও নাসিমা শাহীন। ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে’, ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে’ গান দুটি গেয়ে শোনান মাহমুদুল হাসান। ‘পূর্ব দিগন্তে সূর্য ঊঠেছে’ ও ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’ গান দুটি সমবেত কণ্ঠে পরিবেশন করা হয়।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং আরও যেসব দেশ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে, প্রতিটি গানের মাধ্যমে সেসব দেশের কথা উল্লেখ করে সম্মান জানানো হয়।

বাংলাদেশসহ দক্ষিণ কোরিয়া, আলজেরিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ও ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের কিছু গানের দৃশ্য উপস্থাপন করা হয়। এগুলোতে উঠে এসেছে সংগ্রামের সঙ্গে আত্মদানের মাধ্যমে প্রতিটি দেশ স্বাধীনতা অর্জন করেছে।

প্রথম পর্বের অনুষ্ঠান শেষে আয়োজকদের মধ্যে মোরশেদুল ইসলাম বক্তব্য রাখেন। তিনি উপস্থিত শ্রোতাদের পাশাপাশি সব শিল্পীকে ধন্যবাদ জানান। পাশাপাশি দ্বিতীয় পর্বের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানান।

বুধবার (৩০ মার্চ) একই জায়গায় অনুষ্ঠানের দ্বিতীয় দিনে রয়েছে প্রয়াত কথাশিল্পী হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলাম পরিচালিত ‘অনিল বাগচীর একদিন’ ও ফিলিস্তিনি পরিচালক ইলিয়া সুলেইমান পরিচালিত চলচ্চিত্র ‘দ্য টাইম দ্যাট  রিমেইনস’ ছবি দুটি।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।