ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

অস্কারজয়ী প্যাটি আর নেই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
অস্কারজয়ী প্যাটি আর নেই

না ফেরার দেশে চলে গেছেন মার্কিন অভিনেত্রী প্যাটি ডিউক। ১৯৬০ সালে টেলিভিশন শো ‘প্যাটি ডিউক শো’-এর জন্য বেশি পরিচিত ছিলেন তিনি।

মঙ্গলবার (২৯ মার্চ) সকালে যুক্তরাষ্ট্রের ইডাহো একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর।

এ বিষয়ে প্যাটির মুখপাত্র মিশেল স্টাবস জানান, ‘তিনি একজন মা, স্ত্রী, দাদী, বন্ধু এবং মানসিক স্বাস্থ্য আইনজীবী ছিলেন। তাকে অনেক মিস করবো। ’

১৯৬২ সালে ‘দ্য মিরাকেল ওয়ার্কার’ ছবিতে অভিনয়ের সুবাদে মাত্র ১৬ বছর বয়সে সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে অস্কার জিতেন বর্ষীয়ান এই অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।