ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

কাশিপুরে সবার মুখে হাসি!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
কাশিপুরে সবার মুখে হাসি!

একদিকে ওপার বাংলার দুই অভিনেতা জিৎ ও রজতাভ দত্ত এবং অভিনেত্রী শ্রদ্ধা দাস। অন্যদিকে এপারে অভিনেতা ফেরদৌস এবং অভিনেত্রী নুসরাত ফারিয়া ও সুষমা সরকার।

কারা থাকবেন এগিয়ে?

সে উত্তর পাওয়া যাবে পর্দায়। ‘বাদশা’ ছবিতে একসঙ্গে অভিনয় করছেন দুই বাংলার অভিনয়শিল্পীরা। কিছুদিন আগে ঢাকায় কাজ হয়েছে, এখন দৃশ্যধারণ চলছে কলকাতায়।

কাশিপুর কন্টেইনার ডিপোর ভেতরে দৃশ্যধারণের ফাঁকে সবাই হাসিখুশি দিন কাটালেন। তাদেরকে দেখতে এ সময় বিপুল দর্শক সমাগম হয়। কলকাতার পর ইউনিট যাবে লন্ডনে।

ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। ‘বাদশা’ পরিচালনা করছেন প্রযোজক আব্দুল আজিজ ও কলকাতার বাবা যাদব।

ফেরদৌস ও জিৎ এ নিয়ে দ্বিতীয়বার একসঙ্গে অভিনয় করছেন। পাঁচ বছর আগে মুক্তি পাওয়া রবি কিনাগি পরিচালিত ওপার বাংলার ‘ফাইটার’ ছবিতে তাদেরকে পর্দা ভাগাভাগি করতে দেখা গেছে।

বাংলাদেশ সময় : ০৮৩৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।