ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

হ্যাপি বার্থডে টু দিতি...

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
হ্যাপি বার্থডে টু দিতি... ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অনুজ কারও মুখে ‘হ্যাপি বার্থডে টু ইউ’ শুনলেই বলতেন, ‘বাসায় আসো। কেক খেয়ে যাও।

’ গত বছরও তার মুখে নিমন্ত্রণ পেয়েছিলেন অনেকে। কিন্তু অভিনেত্রী পারভীন সুলতানা দিতি আর কখনও কাউকে নেমন্তন্ন করবেন না!

৩১ মার্চ দিতির জন্মদিন। গত বছরের এ দিনে রাজধানীর গুলশানের নিজের বাড়িতে ধুমধাম করে জন্মদিন উদ্যাপন করেছিলেন তিনি। কে জানতো, এটাই হবে তার শেষ জন্মদিন পালন!

কারণ এর কয়েক মাস পরই দিতি জানতে পারেন তার মস্তিষ্কে টিউমার ধরা পড়েছে। অনেক চেষ্টার পরও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তিনি। গত ২০ মার্চ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী।

১৯৬৫ সালের ৩১ মার্চ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে জন্মেছিলেন দিতি। সেখানেই পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন তিনি। তার কন্যা লামিয়া চৌধুরী ও পুত্র দীপ্ত মায়ের জন্মদিনে ভোরে তার কবর জিয়ারত করেছেন। ঢাকায় ফিরে এতিমখানায় খাবার বিতরণ করবেন দু’জনে।

বাংলাদেশ সময় : ১০০৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।