ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

টুইটারে সেলিম খান ও হ্যালি বেরি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
টুইটারে সেলিম খান ও হ্যালি বেরি

ভক্তদের সঙ্গে সম্পৃক্ত থাকার জন্য বলিউডের প্রথম সারির প্রায় সব তারকাই গত কয়েক বছরে সামাজিক যোগাযোগের মাধ্যমে যুক্ত হয়েছেন। প্রতিদিনই এসব মাধ্যমে তাদের অনুসারী বাড়ছে।

তবে কিছু তারকা নানান কারণে সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে দূরে আছেন।

তাদের মধ্যে অন্যতম কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান (সালমান খানের বাবা)। সোমবার (২৮ মার্চ) টুইটারে যোগ দিয়েছেন তিনি। ৮০ বছর বয়সী বর্ষীয়ান এই অভিনেতা ‘ভারত মাতা কি জয়’ লিখে টুইটারে পোস্ট করেছেন।

এদিকে বাবাকে টুইটারে স্বাগত জানিয়েছেন অভিনেতা সালমান খান। তিনি বলেছেন, ‘ভালোবাসা রইলো বাবা। টুইটারে তোমাকে স্বাগতম। ’

অন্যদিকে একইদিনে টুইটার ও ইনস্টাগ্রামে যোগ দিয়েছেন হলিউড অভিনেত্রী হ্যালি বেরি। ছবি শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে প্রথমদিন প্রাকৃতিক পরিবেশে তোলা নিজের খোলা পিঠের একটি ছবি শেয়ার করেছেন হ্যালি। ক্যাপশনে তিনি লিখেছেন, আজ আমার জন্য অনেক আনন্দের একটি দিন। আজ থেকে আমি সব ছবি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। যা আমার আবেগের প্রতিরূপ। অনেক উত্তেজনা থেকে আজ এই ছবিটি শেয়ার করেছি। আশা করছি এটি ভালো লাগবে। ’

দুই দেশের এই দুই তারকার একই দিনে সমাজিক যোগাযোগের মাধ্যমে যুক্ত হওয়ার ঘটনা কাকতালিও।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।