ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

দিতির জন্মদিনে নিরব-শিরিন শিলা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
দিতির জন্মদিনে নিরব-শিরিন শিলা

আজ ৩১ মার্চ প্রয়াত অভিনেত্রী পারভীন সুলতানা দিতির জন্মবার্ষিকী। এদিন সন্ধ্যায় তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তারই অভিনীত জনপ্রিয় তিনটি গানের তালে নৃত্য পরিবেশন করবেন চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা শিরিন শিলা।

রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে নারী পুলিশদের সম্মানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে তাদের পরিবেশনা। গান তিনটি হলো ‘দুই জীবন’ ছবির ‘তুমি আজ কথা দিয়েছো’ ও ‘আমি একদিন তোমায় না দেখিলে’ এবং অন্য একটি ছবির গান।

বাংলানিউজকে নিরব বললেন, ‘দিতি আপার জন্মদিনেই যেহেতু অনুষ্ঠানটি হচ্ছে, তাই তার স্মরণে আমরা এই পরিকল্পনা করেছি। দিতি আপা যেখানেই আছেন, নিশ্চয়ই ভালো আছেন। ’

দিতির সঙ্গে নিরব ‘দুইয়ে দুইয়ে পাঁচ’ নামের একটি টিভি নাটকে অভিনয় করেছিলেন কয়েক বছর আগে। এনটিভিতে প্রচারিত নাটকটি লিখেছেন ও পরিচালনা করেন নঈম ইমতিয়াজ নেয়ামূল।

এদিকে নারী পুলিশদের সম্মান জানানোর আয়োজনে নৃত্য পরিবেশন করবেন ফেরদৌস ও নিপুণ এবং ইমন ও তমা মির্জা। নৃত্য পরিচালনা করছেন ইভান শাহরিয়ার সোহাগ।  

বাংলাদেশ সময় : ১২১৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।