ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

ঢাকায় পৌঁছুলাম, অভ্যর্থনা জানালো বৃষ্টি।। ফারহান আখতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
ঢাকায় পৌঁছুলাম, অভ্যর্থনা জানালো বৃষ্টি।। ফারহান আখতার

বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকায় পা রেখেছেন বলিউডের তারকাশিল্পী ফারহান আখতার। বাংলাদেশে এসেই বৃষ্টির কবলে পড়েছেন তিনি।

এ নিয়ে ফেসবুকে নিজের পেজে স্ট্যাটাসও দিয়েছেন ফারহান।

ফারহান লিখেছেন, ‘ঢাকায় এসে পৌঁছুলাম। অভ্যর্থনা জানালো বৃষ্টি। কিন্ত আমাদের গতি থেমে যাবে না। আজ রাতে দেখা হবে। ’
 
একইসঙ্গে গায়ক, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, লেখক ও অভিনেতা ফারহান অাখতার ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির নবরাত্রি হলে আজ সন্ধ্যায় থাকছেন বিভিন্ন পরিবেশনা নিয়ে। অনুষ্ঠানের নাম ‘ফারহান লাইভ’। দুই ঘণ্টার এই আয়োজনে ফারহান আখতার গানের পাশাপাশি কবিতা আবৃত্তি করবেন।

‘ফারহান লাইভ’ আয়োজন করেছে ব্লুজ কমিউনিকেশন। ফারহানের ঢাকায় পৌঁছুনোর খবরটি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফরহাদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।