ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

আমার মা নীতু কাপুরের সঙ্গে দেখা করেননি: ক্যাটরিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
আমার মা নীতু কাপুরের সঙ্গে দেখা করেননি: ক্যাটরিনা

বেশ কিছুদিন আগে প্রেমের সম্পর্কের পাট চুকিয়ে ফেলেছেন রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ। এরপর থেকে তাদের নিয়ে আলোচনার শেষ নেই।

খবরের শিরোনামে প্রতিদিনই থাকছে তাদের নাম।

সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছিলো মেয়ের ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে রণবীরের মা নীতু কাপুরের সঙ্গে দেখা করেছিলেন ক্যাটরিনার মা সুজান। কিন্তু এ গুজব উড়িয়ে দিয়ে ক্যাট জানালেন অন্য কথা। ৩২ বছর বয়সী এই অভিনেত্রী জানান, আমার মা নীতু কাপুরের সঙ্গে দেখা করেননি।

অন্যদিকে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রায়ত ইন্দিরা গান্ধীকে নিজের আদর্শ বলে মনে করেন বলিউডের এই অভিনেত্রী। তার দেখানো পথই না-কি অনুসরণ করেন ক্যাট। বলিউডের এই অভিনেত্রী বিশ্বাস করেন লেখাপড়া সকলকে এগিয়ে নিয়ে যেতে যাবে বহুদূর।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।