ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

এইতো ফারহান, শুরু হল নাচ গান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
এইতো ফারহান, শুরু হল নাচ গান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যেমনটি কথা ছিলো। সেভাবেই শুরু হলো।

মাঝখানে বৃষ্টি কিছুটা বাগড়া দিলো। অবশেষে ঢাকার মঞ্চে সরাসরি হাজির ফারহান অাখতার। বলিউডের এই তারকার ‘বহুমাত্রিক’ পরিবেশনা উপভোগ করতে বসুন্ধরা সিটির নবরাত্রি হলে উৎসুক দর্শকের ভিড় মন্দ নয়। বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যাটি ফারহান-ভক্তদের জন্য স্মরণীয়।

ব্লুজ কমিউনিকেশন্সের আমন্ত্রণে দুপুরে ঢাকায় এসেছেন বলিউড অভিনেতা, নির্মাতা, চিত্রনাট্যকার ও সংগীতশিল্পী ফারহান আখতার। তার সঙ্গে এসেছেন ২০ সদস্যের একটি দল।

রাত সাড়ে ৮টায় শুরু হলো তাদের পরিবেশনা। কথা মতো গান ও কবিতা চলবে দুই ঘন্টা। শুরুতেই উদ্দাম নাচে দরশকদের মঞ্চের কাছে টেনে নিলেন রকঅন তারকা। জুটি বাধা চুল আর কাল ব্লেজার, কেডস আর ট্রাউজারে নিজেকে সাজিয়েছেন ফারহান। গানের শুরুতে ভালবাসা নিয়ে বললেন সম্প্রতি বিয়ে বিচ্ছেদের শিকার এই শিল্পী। এই কারনেই নিজের লেখা কবিতায়ও প্রেম আর বিরহের আমেজ ছড়াতে ভুল করলেন না।

গায়ক হিসেবেই নয়, কবি, লেখক, পরিচালক ও অভিনেতা হিসেবেও রয়েছে ফারহানের পরিচিতি ও ব্যাপক জনপ্রিয়তা। মাত্র ১৭ বছর বয়সে সহকারী পরিচালক হিসেবে ফারহান বলিউডে ক্যারিয়ার শুরু করেন। ফারহান আখতার অভিনীত আলোচিত ছবির মধ্যে আছে— ‘রক অন’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘ভাগ মিলখা ভাগ’ । ফারহানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ওয়াজির’।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।