ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

সুখী স্ত্রী, সুখী জীবন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৬
সুখী স্ত্রী, সুখী জীবন

‘সুখী স্ত্রী, সুখী জীবন’- এটাই হলিউড অভিনেতা হিউ জ্যাকম্যানের স্লোগান। সামনে অর্ধাঙ্গিনী ডেবোরা-লি ফার্নেসকে নিয়ে ২০তম বিবাহবার্ষিকী উদযাপন করবেন তিনি।

সেজন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ৪৭ বছর বয়সী এই অভিনেতা। নিয়েছেন প্রস্তুতিও।

অস্ট্রেলীয় মর্নিং শো ‘সানরাইজ’-এ জ্যাকম্যানকে প্রশ্ন করা হয়, তার জীবনের স্লোগান কী? উত্তরে তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ একটাই, যা আমাকে প্রতিদিন চাঙ্গা রাখে। সুখী স্ত্রী, সুখী জীবন- এটাই হলো স্লোগান। আমরা ২০তম বিবাহবার্ষিকী পালন করতে যাচ্ছি। ’

হিউ আরও জানান, স্ত্রীর সুবাদে প্রতিদিনই জীবনে উন্নতি ঘটেছে। তার কথায়, ‘মন থেকে বলছি, ভালো থেকে আরও ভালো হচ্ছে। আমার জীবনে পাওয়া সেরা বিষয় হলো ও। ’

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।