ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

আজহারউদ্দিনের শত্রু লারা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৬
আজহারউদ্দিনের শত্রু লারা!

আইনজীবীর পোশাকে আদালতে দাঁড়িয়ে আছেন বলিউড অভিনেত্রী লারা দত্ত। ‘আজহার’ ছবিতে এভাবেই দেখা যাবে তাকে।

এতে পাবলিক প্রসিকিউটর (সরকারি অভিযোক্তা) মীরার ভূমিকায় অভিনয় করেছেন ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী। গত ২৯ মার্চ স্থিরচিত্রটি প্রকাশিত হয়।

লারাকে সর্বশেষ ‘ফিতুর’ ছবিতে দেখা গেছে। মীরা চরিত্রটি প্রসঙ্গে এক বিবৃতিতে তিনি বলেন, ‘এটা চ্যালেঞ্জিং একটি চরিত্র। এতে অভিনয় করাটা উপভোগ্য ছিলো। কারণ সত্যি ঘটনা নিয়ে ছবিটি সাজানো হলেও এটা পুরোপুরি কাল্পনিক চরিত্র। তবে মীরাকে বাদ দিয়ে গল্পটা হয় না। ’

ভারতের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের জীবন নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। আদালতের কাছে তার বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ প্রমাণের চেষ্টা করে মীরা। এ চরিত্রে অভিনয়ের প্রস্তুতি হিসেবে নিজের এক আইনজীবী বন্ধুর সঙ্গে কথা বলেন লারা। তার চলাফেরাও মন দিয়ে দেখেছেন।

একতা কাপুরের প্রযোজনা ও টনি ডি’সুজার পরিচালনায় ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন এমরান হাশমি। এ ছাড়াও অাছেন প্রাচী দেশাই, নার্গিস ফাখরি, হুমা কুরেশি, গৌতম গুলাতি প্রমুখ। ‘আজহার’ মুক্তি পাবে আগামী ১৩ মে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।