ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

মা হতে যাচ্ছেন শ্রেয়া ঘোষাল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৬
মা হতে যাচ্ছেন শ্রেয়া ঘোষাল

সুসংবাদ! প্রথমবার মা হতে যাচ্ছেন ভারতের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সম্প্রতি তার শারীরিক গড়ন দেখেই এ খবর ফাঁস হয়েছে।

তবে তিনি নিজে এখনও নিশ্চিত করে কিছু জানাননি।

গত বছরের ৫ ফেব্রুয়ারি দীর্ঘদিনের প্রেমিক ব্যবসায়ী শিলাদিত্য মুখোপাধ্যায়কে চুপিসারে বাঙালি রীতিতে বিয়ে করেন শ্রেয়া। অনুষ্ঠানে শুধু দুই পরিবার ও তাদের ঘনিষ্ঠরা ছিলেন। ফেসবুকে নিজের বিয়ের খবর সবাইকে জানান তিনি।

বলিউডের ছবিতে শ্রেয়ার গাওয়া অসংখ্য গান জনপ্রিয় হয়েছে। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসহ অনেক পুরস্কার পেয়েছেন ৩২ বছর বয়সী এই গায়িকা।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।