ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

আর অভিনয়ের ইচ্ছা নেই নাতাশার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৬
আর অভিনয়ের ইচ্ছা নেই নাতাশার নাতাশা হায়াত-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অভিনেতা আবুল হায়াতের কনিষ্ঠ কন্যা নাতাশা হায়াত আগে যা এক-আধটু অভিনয় করতেন, এখন একেবারেই দূরে আছেন ক্যামেরা থেকে। নাটকে কাজ করেছেন সর্বশেষ পাঁচ বছর আগে।

আগামীতে আর অভিনয়ের ইচ্ছা নেই বলে বাংলানিউজকে জানিয়েছেন তিনি।

শুক্রবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মহাখালীর নিউ ডিওএইচএসে গ্যালারি কসমস-২-এ নিজের ডিজাইন করা পোশাকের প্রদর্শনী শুরুর সময় নাতাশা একথা বলেন। সংসার সামলানোর পাশাপাশি তিনি এখন পুরোদস্তুর ডিজাইনার।

নাতাশা বললেন, ‘আমি কিন্তু নাটকে কখনও নিয়মিত ছিলাম না। মাঝে মধ্যে অভিনয় করেছি। মিডিয়ায় যতোটুকু কাজ করেছি, তা আমার আব্বুর (আবুল হায়াত) অনুরোধে। আমি এখন আইরিসেস (নিজের ডিজাইন করা পোশাকের ব্র্যান্ড) নিয়ে ব্যস্ত। আপাতত আর মিডিয়ায় কোনো কাজ করার ইচ্ছা নেই। ’

বাংলা নতুন বছর ১৪২৩ এবং গ্রীষ্মকালীন পোশাকের পসরা সাজিয়েছেন নাতাশা। প্রদর্শনী ঘুরে দেখা গেছে, মোটামুটি সব পোশাকেই কটনকে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রদর্শিত পোশাকের মধ্যে রয়েছে শাড়ি, সালোয়ার কামিজ, কুর্তি, স্কার্ভ ইত্যাদি। এখানে বাচ্চাদের পোশাকও রয়েছে। সব পোশাকই ১০০০ থেকে ৪০০০ টাকার মধ্যে।

মার্কেটিংয়ের ছাত্রী নাতাশাকে এখন সফল নারী উদ্যাক্তা বলা যায়। দশ বছর একটি বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি করেছেন। এরপর পড়িয়েছেন নর্থসাউথ ইউনিভার্সিটিতে। তবে এখন ডিজাইনেই পুরোটা সময় দিচ্ছেন। আইরিসেসের সঙ্গে আছেন প্রায় আট বছর ধরে। এই ডিজাইনার স্টুডিও আধুনিক, রুচিশীল ও ট্রেন্ডি পোশাকের সুবাদে সুনাম কুড়িয়েছে।

ডিজাইনে পরিবারের উৎসাহের কথা উল্লেখ করে নাতাশা আরও বললেন, ‘আমার পরিবারের সবাই আমাকে প্রথম থেকে উৎসাহ দিয়ে আসছেন। আমার স্বামীও (অভিনেতা শাহেদ শরীফ খান) অনেক সমর্থন আর অনুপ্রেরণা দেয় আমাকে। ’

নাতাশা ও আইরিসেসের ডিজাইন করা পোশাকগুলোর প্রদর্শনী হবে শনিবারও (২ এপ্রিল)। সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ঘুরে দেখা যাবে এগুলো। ঠিকানা : গ্যলারি কসমস-২, ভিলা দে আঞ্জুমান, বাড়ি#১১৫, লেন#৬, নিউ ডিওএইচএস, মহাখালী, ঢাকা। প্রদর্শনী ছাড়াও পোশাকগুলো পাওয়া যাবে গ্রিন রোডে আইরিসেসের শোরুমে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৬
জেএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।