ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

পহেলা বৈশাখই মোক্ষম সময়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৬
পহেলা বৈশাখই মোক্ষম সময়

জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি ‘অনেক দামে কেনা’ অনেক আগেই মুক্তি পাওয়ার কথা ছিলো। শুটিং, ডাবিং, এডিটিংসহ সব কাজ সম্পন্ন করে মুক্তির জন্য পুরো প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিলো।

তবে ব্যবসায়িক কথা ভেবে সময়-সুযোগের অপেক্ষায় ছিলো নির্মাতা প্রতিষ্ঠানটি।

শেষমেশ পহেলা বৈশাখকেই মোক্ষম সময় ভাবছেন জাজ মাল্টিমিডিয়ার স্বত্ত্বাধিকারী আব্দুল আজিজ। তাই পহেলা বৈশাখের প্রাক্কালে আগামী ৮ এপ্রিল দেশব্যাপী মুক্তি পাচ্ছে ছবিটি।

১৯৩১ সালে মুক্তিপ্রাপ্ত চার্লি চ্যাপলিনের বিখ্যাত ছবি ‘সিটি লাইটস’-এর ছায়া অবলম্বনে নির্মিত ‘অনেক দামে কেনা’র মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন ডিপজল। তার সঙ্গে প্রথমবার অভিনয় করেছেন বাপ্পি ও মাহিয়া মাহি। এতে অন্ধ ফুল বিক্রেতার চরিত্রে দেখা যাবে মাহিকে।

ছবিটির গল্পে দেখা যাবে, ডিপজল একজন ভালো মানুষ। একাকীত্ব কাটাতে প্রতি রাতে মদ খেয়ে শহরে ঘুরে বেড়ান তিনি। আর দুঃস্থ মানুষকে সেবা করেন। বাপ্পি তাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করেন। এক সময় বাপ্পিকে নিজের অতীতের কথা খুলে বলেন ডিপজল। ফ্ল্যাশব্যাকে উঠে আসে মাহির সঙ্গে তার ভালোবাসার কথা।

‘অনেক দামে কেনা’র চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন আব্দুল্লাহ জাহির বাবু। পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।