ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

পাঁচবার বিয়ের প্রস্তাব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৬
পাঁচবার বিয়ের প্রস্তাব জেনিফার লোপেজ

মেয়েদের কাছে বিয়ের প্রস্তাব আসবে, এ আর এমন কি! কিন্তু চল্লিশ পেরিয়ে যাওয়া নারীদের বেলায় দেখা যায় বিপরীত চিত্র। চালশে হয়ে যাওয়ায় পাত্র খরায় দিন কাটে তাদের।


 
তবে গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজকে সে দলে ফেলা যাবে না। বয়স ৪৬ বছর হলে কি হবে, এখনও পুরুষদের ঘুম কেড়ে নিতে পারেন তিনি। গত কয়েক বছরে ঈর্ষনীয় ও আকর্ষণীয় কিছু বিয়ের প্রস্তাবে এসেছে তার দুয়ারে।
 
এ পর্যন্ত তিনবার বিয়ে করেছেন লোপেজ। ব্রিটিশ টিভি উপস্থাপক জেমস কর্ডেনের ‘দ্য লেট লেট শো’র ‘কারপুল কারাওকে’ বিভাগের জন্য আলাপচারিতায় মার্কিন এই তারকা জানান, সব মিলিয়ে পাঁচজন পুরুষ হাঁটু গেড়ে তার দিকে হাত বাড়িয়ে জানতে চেয়েছেন, ‘উইল ইউ ম্যারি মি?’

লোপেজ বলেছেন, ‘আমি কিছু চমৎকার প্রস্তাব পেয়েছি। জানেন তো আমি একাধিকবার বিয়ে করেছি। এখনও সংসার ঠিকঠাক বুঝতে চেষ্টা করছি! একটা প্রস্তাবের সঙ্গে আরেকটার তুলনা করবো না। সবই ছিলো চমৎকার ও আকর্ষণীয়। অনেকেই জানতে চেয়েছেন আমি তাদের বিয়ে করবো কি-না। আমি সবাইকেই না বলে দিয়েছি। ’
১৯৯৭ সালে কিউবান ওয়েটার ওজানি নোয়াকে প্রথম বিয়ে করেন লোপেজ। এ সংসার টিকেছে এক বছর। ২০০১ সালে নৃত্যশিল্পী ক্রিস জুডের সঙ্গে ঘর বাঁধেন তিনি। সেটাও দুই বছরের বেশি টেকেনি।
 
এরই মাঝে র‌্যাপার শন ডিডি কম্বসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান লোপেজ। কিন্তু ওই বন্ধন অতো দৃঢ় ছিলো না। এরপর গায়ক মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন তিনি। তার সঙ্গেও বিচ্ছেদ হয়েছে দশ বছরের মাথায়। তবে তাদের যমজ সন্তান আছে।
 
এ ছাড়া ২০০২ সালে হলিউড অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে বাগদান হয়েছিলো লোপেজের। কিন্তু পরের বছর বিয়ের একদিন আগে তা পিছিয়ে দেন দু’জনে। ২০০৪ সালে তো ছাড়াছাড়িই হয়ে গেলো। এখন নৃত্যশিল্পী ক্যাসপার স্মার্টের সঙ্গে প্রেম করে সুখী তিনি।
 
বাংলাদেশ সময় : ২২২৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।