ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

‘বালিকা বধূ’র আত্মহত্যা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
‘বালিকা বধূ’র আত্মহত্যা

নাটক নয়, সত্যি! আত্মহত্যা করেছেন ভারতের টিভি অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জি। শুক্রবার (১ এপ্রিল) সকালে মুম্বাইয়ের গুরগাঁওয়ে তার বাড়িতে সিলিং ফ্যানে ঝুলে গলায় ফাঁস নেন তিনি।

উদ্ধারের পর কোকিলাবেন হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

১৭ বছর বয়স থেকে ‘বালিকা বধূ’ সিরিয়ালে আনন্দী চরিত্রে অভিনয় করে উপমহাদেশে জনপ্রিয়তা পান প্রত্যুষা। তার আত্মহত্যায় ভারতের টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গন স্তব্ধ হয়ে পড়েছে। টুইটারে তারা শোক প্রকাশ করেছেন। নির্মাতা করণ জোহর বলেন, ‘খুব বেদনাদায়ক ঘটনা। হতাশা যাদের কাছে চিকিৎসার মতো মনে হয় না সেসব পরিবার ও বন্ধুদের জেগে ওঠার সময় হয়েছে। ’

অভিনেতা অনুপম খের বলেন, ‘খবরটা শুনে আমি গভীর শোকাহত। সৃষ্টিকর্তা তার পরিবারকে এই আকস্মিক ঘটনা সামলে ওঠার শক্তি দিন। ’ অভিনেত্রী রাগিনি কান্না ও সম্ভাবনা শেঠ জানিয়েছেন তাদের খবরটা বিশ্বাস হচ্ছে না। অভিনেত্রী গওহর খান ও ঊর্বশী ধোলাকিয়ার মন্তব্য, খুব অল্প সময়ে চলে গেলেন প্রত্যুষা। তার মৃত্যুর খবর শুনে বাকরুদ্ধ অভিনেত্রী সোফি চৌধুরী মনে করিয়ে দিলেন, আত্মহত্যায় চলে যাওয়া নাফিসা ও জিয়া খানের কথা।  

১৯৯১ সালের ১০ আগস্ট জামশেদপুরে জন্মেছিলেন প্রত্যুষা। অভিনয়কে পেশা হিসেবে হিসেবে মুম্বাইয়ে চলে আসেন তিনি। ‘বালিকা বধূ’ই তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়েছে। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত এ সিরিয়ালে অভিনয় করেন তিনি। মাঝে পাশাপাশি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর সপ্তম আসরে ও নাচের রিয়েলিটি শো ‘ঝলক দিখলা জা’র পঞ্চম আসরে অংশ নেন তিনি। সম্প্রতি ‘পাওয়ার কাপল’ অনুষ্ঠানে প্রেমিক রাহুল রাজ সিংয়ের সঙ্গে অংশ নেন তিনি।

‘শ্বশুরাল সিমার কা’ সিরিয়ালে নেতিবাচক চরিত্রে দেখা গেছে প্রত্যুষাকে। প্রত্যুষা অভিনীত অন্য সিরিয়ালগুলো হলো ‘হাম হ্যায় না’, ‘গুলমোহর গ্র্যান্ড’, ‘কুমকুম ভাগ্য’ ও এ বছর প্রচারিত ‘মান মে হ্যায় বিশ্বাস টু’।

ধারণা করা হচ্ছে, প্রেমিকের সঙ্গে মনোমালিন্য ও ছাড়াছাড়ির কারণে মাত্র ২৪ বছর বয়সেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন প্রত্যুষা। তাদের প্রেম ভেঙে যাওয়ার খবর ফলাও করে প্রকাশ হয়েছে সংবাদমাধ্যমে। গত জানুয়ারিতে পুলিশের পোশাকধারী কিছু লোকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন প্রত্যুষা।

২০১৩ সালে প্রাক্তন প্রেমিক মাকরান্দ মালহোত্রার বিরুদ্ধে এফআইআর দায়ের করে খবরের শিরোনামে আসেন প্রত্যুষা। মুম্বাই পুলিশের মুখপাত্র ধনঞ্জয় কুলকার্নি জানান, হাসপাতাল থেকে মৃত্যুর প্রতিবেদন পেয়েছেন। এখন তার আত্মহত্যার ঘটনা তদন্ত করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।