ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

আমিরের ‘দঙ্গল’ ছবিতে সানি লিওন?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
আমিরের ‘দঙ্গল’ ছবিতে সানি লিওন?

বলিউড অভিনেত্রী সানি লিওনের ক্যারিয়ার ক্রমেই ওপরের দিকে উঠছে। সম্প্রতি সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে ‘রায়ীস’ ছবির আইটেম গানের শুটিং করেছেন তিনি।

এবার আরেক খানের সঙ্গে নাচের সুযোগ পেয়েছেন সানি লিওন। গুঞ্জন উঠেছে, আমির খানের সঙ্গে ‘দঙ্গল’ ছবিতে কাজ করবেন ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী। তবে এটা কি আইটেম গান নাকি অন্য কোনো চরিত্র তা জানা যায়নি।

কিছুদিন আগে সানিকে নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন আমির। সম্প্রতি ৫০ বছর বয়সী এই অভিনেতার সঙ্গে সানি আড্ডা দিয়েছেন ও খেয়েছেন। তিনি মৌখিকভাবে কথা দিয়েছেন, ভারতীয় বংশোদ্ভুত কানাডিয়ান এই তারকাকে অভিনয়ের সুযোগ দেবেন। সেই কথা রাখছেন ‘পিকে’ তারকা।

কুস্তিগীর মহাবীর ফোগাটের জীবন নিয়ে তৈরি হচ্ছে ‘দঙ্গল’। এটি মুক্তি পাবে চলতি বছরের ডিসেম্বরে। নীতেশ তিওয়ারির পরিচালনায় এতে মহাবীরের স্ত্রীর ভূমিকায় আছেন অভিনেত্রী সাক্ষী তিওয়ারি।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।