ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

শাহরুখের সঙ্গে আবার আনুশকা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
শাহরুখের সঙ্গে আবার আনুশকা

বলিউডে ইমতিয়াজ আলি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। তার ছবিতে কে না অভিনয় করতে চায়! সর্বশেষ মুক্তি পাওয়া ‘তামাশা’র (২০১৫) পর তিনি কি ছবি বানাবেন তা দেখার কৌতূহল সবার।

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিলো, নাম চূড়ান্ত না হওয়া কমেডি ধাঁচের ছবিটিতে থাকবেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তাকে দেখা যাবে পাগড়ি পরা শিখ পর্যটকের ভূমিকায়। স্থানীয়দের সঙ্গে তার কথাবার্তা এবং মাতৃভূমিতে মানুষটির রোমাঞ্চকর ফেরার মধ্য দিয়ে দর্শকরা হাস্যরসে ভরপুর একটি গল্প দেখবে এ ছবিতে।


ইমতিয়াজ আলির ছবিটিতে শাহরুখের বিপরীতে অভিনয় করবেন অভিনেত্রী আনুশকা শর্মা। ‘রব নে বানা দি জোড়ি’ (২০০৮) ছবির মাধ্যমে বলিউডের পা রাখেন তিনি, এতে তার বিপরীতে ছিলেন শাহরুখ। এরপর যশরাজ ফিল্মসের ‘জব তক হ্যায় জান’ (২০১২) ছবিতে দেখা যায় এ জুটিকে। এ নিয়ে তৃতীয়বারের মতো পর্দা ভাগাভাগি করতে যাচ্ছেন তারা।

তবে ইমতিয়াজের পরিচালনায় এবারই প্রথম অভিনয় করবেন শাহরুখ ও আনুশকা। নিজেদের হাতে থাকা ছবির কাজ শেষে এর শুটিংয়ে নেমে পড়বেন তারা। দৃশ্যধারণ হবে লন্ডন ও পাঞ্জাবে।

শাহরুখ এখন ব্যস্ত ‘রায়ীস’ ও গৌরি শিন্ডের নাম চূড়ান্ত না হওয়া একটি ছবি নিয়ে। আর আনুশকার হাতে আছে করণ জোহর পরিচালিত ‘অ্যাই দিল হ্যায় মুশকিল’ ও যশরাজ ফিল্মসের ‘সুলতান’।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।