ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

কনার ভিডিওর প্রশংসায় পঞ্চমুখ তারকারা

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
কনার ভিডিওর প্রশংসায় পঞ্চমুখ তারকারা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সংগীতশিল্পী কনার গাওয়া ‘রেশমী চুড়ি’ গানের নতুন ভিডিও ইউটিউবে উঠতে না উঠতেই আলোচিত হয়ে উঠেছে। ভিডিওটিতে কনার গায়কী ও নাচের উচ্ছ্বসিত প্রশংসায় পঞ্চমুখ বিনোদন অঙ্গনের তারকারা।

তারা প্রত্যেকেই এটি শেয়ার করে নিজেদের অনুভূতি জানিয়েছেন কনাকে।

অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা শনিবার (২ এপ্রিল) লিখেছেন, “সুন্দর পরিবেশনা। ‘ধিমতানা’ সবসময় ব্যক্তিগতভাবে আমার প্রিয় থেকে যাবে। ” নতুন প্রজন্মের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ভিডিওটি শেয়ার করে কনার নাচের প্রশংসা করে লিখেছেন, ‘তুমি সব পারো!’

কণ্ঠশিল্পী অাঁখি আলমগীর বলেন, ‘অভিনন্দন দিলশাদ নাহার কনা। অভূতপূর্ব পরিবেশনা। ভালো লাগলো। শুভকামনা রইলো। ’ আরেক গায়িকা কোনাল লিখেছেন, ‘এককথায় খুব ভালো লেগেছে। রঙ, নাচ, সমন্বয়, সুর, সংগীত সব! মাশাল্লাহ। আরেকটি সুন্দর পরিবেশনার জন্য অভিনন্দন। ’

সাধারণ দর্শক-শ্রোতারাও কনার ওয়ালে ইতিবাচক মন্তব্য করছেন। সবার মন্তব্য একই- ‘চমৎকার কাজ। ’ গত ৩১ মার্চ ভিডিওটি উন্মুক্ত হয় কনার ইউটিউব চ্যানেলে। ‘রেশমি চুড়ি’ গানের কথা লিখেছেন কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়, সুর ও সংগীত পরিচালনায় আকাশ সেন। গানটির ভিডিও নির্মাণ ও নৃত্য পরিচালনা করেছেন শিবরাম শর্মা।

চার বছর আগেও একই গান নিয়ে একটি প্রকাশিত হয়। এবার পহেলা বৈশাখ উপলক্ষে দর্শক-শ্রোতাদের জন্য বৈশাখী উপহার হিসেবে ভিডিওটি নতুনভাবে বের করলেন কনা। এ গানের অডিও মিক্স ও মাস্টারিং হয়েছে মুম্বাইয়ে বলিউডের সংগীত পরিচালক যুগল মিট ব্রসের স্টুডিওতে। ভিডিওটি তৈরি হয়েছে ইভনেক্স সল্যুশন্সের প্রযোজনায়।

কনার গাওয়া ‘রেশমী চুড়ি’ গানের নতুন ভিডিও:

 

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।