ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

ফেলুদার সঙ্গে শাকিব খান!

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
ফেলুদার সঙ্গে শাকিব খান!

সত্যজিৎ রায়ের কালজয়ী চরিত্র ফেলুদা হিসেবেই দর্শকরা বেশি চেনে সব্যসাচী চক্রবর্তীকে। ওপার বাংলার টিভি ও চলচ্চিত্রের পাশাপাশি বলিউডের ছবিতেও দেখা গেছে ৬০ বছর বয়সী এই অভিনেতাকে।

বাংলাদেশে স্বপন আহমেদের ‘পরবাসিনী’ ছবিতে অভিনয় করেছেন সব্যসাচী। এটি মুক্তি পাবে আগামী ২২ এপ্রিল। এ ছাড়া আফসানা মিমির পরিচালনায় ‘রান’ ছবির কিছু অংশের কাজ করেছিলেন তিনি। কিন্তু ছবিটির কাজ এখন থেমে আছে।

নতুন খবর হলো, এবার বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’তে অভিনয় করছেন সব্যসাচী। তার সঙ্গে আছেন বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খান। কলকাতার মহিশাদল রাজবাড়িতে ছবিটির দৃশ্যধারণ হচ্ছে। এখানে শাকিবের বেশভূষা দেখে মনে হচ্ছে তিনি বাড়ির কাজের লোক! তবে এ ছবিতে একাধিক চরিত্রে তাকে পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে।

‘শিকারী’তে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার শ্রাবন্তী। রাজবাড়িতে তাদের পাশাপাশি কাজ করছেন বাংলাদেশের সুব্রত ও কলকাতার খরাজ মুখার্জি। জানা গেছে, পরিচালকদ্বয় জাকির হোসেন সীমান্ত এবং ওপারের জয়দেব মুখার্জি কমবেশি প্রতিদিন স্টেডি ক্যাম ব্যবহার করছেন। সাধারণত গান ও মারামারিতে এই যন্ত্র ব্যবহার করা হয়। কারণ এটা খুব ব্যয়বহুল।

ছবিটিতে আরও আছেন কলকাতার রুদ্র প্রতাপলিলি চক্রবর্তী, সুপ্রিয় দত্ত ও রাহুল দেব। এর কাহিনী লিখেছেন আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে চ্যাটার্জি। প্রযোজনায় জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।