ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

শ্বশুরকে পরিচালনা করলেন জামাই!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
শ্বশুরকে পরিচালনা করলেন জামাই!

জনপ্রিয় দুই অভিনেতা আবুল হায়াত ও শাহেদ শরীফ খান সম্পর্কে জামাই-শ্বশুর। দু’জনে একসঙ্গে বেশকিছু নাটকে অভিনয় করেছেন।

আবুল হায়াতের পরিচালনায় কাজ করেছেন শাহেদ। এবার শ্বশুরকে পরিচালনা করার অভিজ্ঞতা হলো তার।

‘সব প্রশ্নের উত্তর নেই’ নামের একটি নাটকে শাহেদের রচনা ও পরিচালনায় প্রথমবার অভিনয় করলেন আবুল হায়াত। তিনি বললেন, ‘চিত্রনাট্যটা পড়ে মুগ্ধ হয়েছি। শাহেদ দারুণ লেখে। আমার তো মনে হয়, ও নিয়মিত লিখলে পারে। ’

গল্পটা বাবা ও মেয়েকে ঘিরে। বাবা একদিন একটি গল্প বলতে থাকেন মেয়েকে। একটি স্কুলকে টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালান একজন শিক্ষক। কিন্তু গ্রামের মাতব্বর সেটাকে গুদামঘর বানানোর ষড়যন্ত্র করেন।

শাহেদ সর্বশেষ ছয় মাস আগে একটি নাটক পরিচালনা করেন জনপ্রিয় দুই অভিনেতা জাহিদ হাসান ও তৌকীর আহমেদকে নিয়ে। এবার আবুল হায়াতকে নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘সত্যি বলতে অস্বস্তিতে ভুগেছি। শ্বশুরকে এভাবে-ওভাবে কাজ করতে বলা সহজ নয়! তবে তিনি অকৃত্রিম সহযোগিতা করেছেন। সময়মতো হাজির হয়েছেন সেটে। আসলে তার মতো অভিনেতা হয় না!’

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ৩০০ ফুট সড়কে নাটকটির দৃশ্যধারণ হয়েছে। এতে আরও অভিনয় করেছেন ‘ভিট মডেল’ মিথিলা, আহসানুল হক মিনু, টুটুল চৌধুরী, অনন্যা আনা প্রমুখ। শিগগিরই চ্যানেল আইতে প্রচার হবে ‘সব প্রশ্নের উত্তর নেই’।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।