ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

‘আইসক্রিম’ ছবিতে চিরকুটের গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
‘আইসক্রিম’ ছবিতে চিরকুটের গান

নতুন আরেকটি ছবিতে গান করেছে জনপ্রিয় ব্যান্ড চিরকুট। রেদওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’-এর জন্য তৈরি হয়েছে ‘ভালো থাকা মন্দ থাকা’ শিরোনামের গানটি।

এতে কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের অন্যতম সদস্য শারমিন সুলতানা সুমি।

গানটির কথা, সুর ও সংগীত চিরকুটের। অডিও আকারে এটি মুক্তি পাচ্ছে রোববার (৩ এপ্রিল)। দেশের সব এফএম রেডিও এবং ইউটিউব ও পপকর্নলাইভ ডট টিভিতে সন্ধ্যা ৬টার পর থেকে এটি শোনা যাবে।

এর আগে ছবিটির ‘পথ’ শিরোনামের একটি অডিও গান মুক্তি পেয়েছে। এটি গেয়েছেন মিনার। এর কথা ও সুর তারই। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।  

সম্প্রতি কোনো কাঁটা-ছেড়া ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘আইসক্রিম’। এ ছবির মাধ্যমে বড় পর্দায় পথচলা শুরু করছেন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা থেকে পরিচিতি পাওয়া নাজিফা তুষি। এ ছাড়া অভিষেক হচ্ছে উদয় ও রাজের।

অভি কথাচিত্রর পরিবেশনায় ‘আইসক্রিম’ মুক্তি পাবে আগামী ২৯ এপ্রিল। প্রযোজনায় পিংপং এন্টারটেইনমেন্ট, পপকর্ন ফিল্মস এবং টপ অব মাইন্ড। এটি রেদওয়ান রনির দ্বিতীয় চলচ্চিত্র। তার আগের ছবি ছিলো ‘চোরাবালি’।

বাংলাদেশ সময় : ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।