ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

ক্ষমা চাইলেন হৃতিক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৬
ক্ষমা চাইলেন হৃতিক হৃতিক রোশন

পোপের নাম নেওয়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের জন্য গত ২৮ মার্চ ইন্ডিয়া ক্রিস্টিয়ান ভয়েস এর সভাপতি অ্যাব্রাহাম মাথাই এর পক্ষ থেকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিলো হৃতিক রোশনকে।

নোটিশে বলা হয়েছে, গত জানুয়ারিতে বলিউডের এই অভিনেতা পোপকে জড়িয়ে যে টুইট করেছিলেন তাতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে।

এমনকী নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে হৃতিককে সবার কাছে ক্ষমা চাওয়ার জন্য বলা হয়েছে। সেই অনুযায়ী ট‍ুইটারের ম‍াধ্যমে সকলের কাছে ক্ষমা চাইলেন ৪৩ বছর বয়সী এই অভিনেতা।

বলিউডের এই সুপারস্টার টুইটারে লিখেছেন, ‘মনে হচ্ছে ধর্মীয় প্রধানকে (পোপ) নিয়ে আমার এই টুইটটি নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে। ধর্মীয় অনুভূতিকে অনিচ্ছাকৃতভাবে আঘাত করার জন্য জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। ’

প্রসঙ্গত, কিছুদিন আগে হৃতিককে ‘প্রাক্তন নীরিহ প্রেমিক’ বলেছিলেন কঙ্গনা রনৌত। এরপর টুইটারে হৃতিক লিখেছিলেন, ‘মিডিয়ার যে নারীর (আমি নিশ্চিত তিনি সুন্দরী) সঙ্গে আমার প্রেমের সম্পর্কের কথা বলছে তার চেয়ে পোপের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হওয়ার সম্ভাবনা বেশি। ’

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।