ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

পারিবারিক সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৬
পারিবারিক সালমান

বলিউডের ব্যস্ততম তারক‍াদের মধ্যে একজন হলেন সালমান খান। কিন্তু এই শত ব্যস্ততার মাঝেও পরিবারের জন্য সময় বের করতে ভোলেন না বলিউডের এই সুপারস্টার।

সম্প্রতি মামা হয়েছেন তিনি। গত ৩০ মার্চ (বুধবার) ছোট বোন অর্পিতা খান শর্মা পুত্র সন্তানের মা হয়েছে। তার নাম রাখা হয়েছে আহিল।

এ কারণে উচ্ছ্বসিত সালমান ছবি শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ভাগিনার সঙ্গে তোলা একটি স্থিরচিত্র শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, আহিলের কপালে চুমু দিচ্ছেন সল্লু (সালমানের আদুরে নাম)। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার সুন্দর মাম‍ু জান। ’
 
অন্যদিকে কিছুদিন আগে ভাই আরবাজ খান ও তার স্ত্রী মালাইকা অরোরা খানের বিচ্ছেদ আঁটকানোর জন্য অনেক চেষ্টা করেছিলেন সালমান। বিষয়টি মীমাংসার জন্য একটি পারিবারিক নৈশভোজের আয়োজন করেছিলেন বলিউডের এই সুপারস্টার। কিন্তু তাতে কোনো লাভ হয়নি।

এখন আবার শোনা যাচ্ছে, স্ত্রী সীমার সঙ্গে বিচ্ছেদর পথে হাঁটছেন ৫০ বছর বয়সী এই অভিনেতার ছোট ভাই সোহেল খান। এ কারণে সোহেলের বাড়িতে গিয়ে তার স্ত্রী সীমার সঙ্গে কথাও বলেছেন সালমান। হুমা কুরেশির সঙ্গে সোহেলের ঘনিষ্ঠতাকে এই বিচ্ছেদের প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।