ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

জয়াকে নিয়ে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ৩’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
জয়াকে নিয়ে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ৩’ জয়া আহসান - ছবি : নূর - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’ সিরিজের তৃতীয় ছবির ঘোষণা এলো। এবারও থাকবেন জয়া আহসান।

সোমবার (৪ এপ্রিল) ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ২’ ছবির গানের অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে এ খবর দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস মুভিজ ইন্টারন্যাশনাল।

আড়াই বছর আগে মুক্তি পাওয়া ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’ ছবিতে শাকিব খানের সঙ্গে প্রথমবার জুটি বাঁধেন জয়া। আগামী ৮ এপ্রিল মুক্তি পাবে এ জুটির দ্বিতীয় ছবি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ২’। তবে সিরিজের তৃতীয় ছবিতে জয়ার নায়ক থাকবেন অন্য কেউ। আগের দুটির মতো এতেও পরিচালক সাফিউদ্দিন সাফি, গীতিকার কবির বকুল ও চিত্রনাট্যকার থাকবেন রুম্মান রশীদ খান।

ঢাকায় জয়া অভিনীত সাইফুল ইসলাম মান্নুর ‘পুত্র’ এবং হাসান আজিজুল হকের গল্প নিয়ে আকরাম খানের ‘খাঁচা’ ছবি দুটি মুক্তি পাবে এ বছর। হাতে আরও আছে মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’।

অন্যদিকে ওপারেও সমান ব্যস্ত জয়া। তিনি এখন অভিনয় করছেন অরিন্দম শীলের ‘ঈগলের চোখ’, মনোজ মিশিগানের ‘আমি জয় চ্যাটার্জি’ ছবিতে। হাতে আছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘কণ্ঠ’। কলকাতায় এর আগে অরিন্দম শীলের ‘আবর্ত’, ইন্দ্রনীল রায় চৌধুরীর ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ ও সৃজিত মুখার্জির ‘রাজকাহিনী’ ছবিতে দেখা গেছে জয়াকে।

বাংলাদেশ সময় : ০৯৩৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।