ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

গানমেলা নয়, সংগীতমেলা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
গানমেলা নয়, সংগীতমেলা

সম্মিলিত সংগীত শিল্পী সোসাইটির (এসএসএসএস) আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫ দিনব্যাপী সংগীত মেলা। আগামী ১০ এপ্রিল এর উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

চলবে ২৪ এপ্রিল পর্যন্ত।

মেলা কমিটির আহ্বায়ক হাসান মতিউর রহমান ও সদস্য সচিব করা হয়েছে সাজেদ ফাতেমীকে। তারা জানান, বাউল শিল্পীদের জন্য বরাদ্দ থাকবে এক ঘণ্টা। এ ছাড়া একক শিল্পীদের পাশাপাশি থাকবে ব্যান্ডের পরিবেশনা।

প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা অবধি আলোচনা ও গান-বাজনা হবে। তবে মেলা চলবে বিকেল ৩টা থেকে। সংগীতমেলা উপলক্ষে আগামী ৭ এপ্রিল সকাল ১১টায় ঢাকা রিপোর্টাস ইউনিটিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ মিউজিক্যাল ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইবি) গত বছর শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গানমেলা আয়োজন করে সংগীতাঙ্গনকে চাঙ্গা করেছিলো। তবে এবার এই মেলা হচ্ছে না। একই প্রাঙ্গণ বরাদ্দ দেওয়া হয়েছে সংগীতমেলার জন্য।  

বাংলাদেশ সময় : ০৯৪৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।