ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

সানি লিওনের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মামলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
সানি লিওনের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মামলা সানি লিওন

বলিউড অভিনেত্রী সানি লিওনের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে মানহানির মামলা করেছেন ‘বিগ বস’ রিয়েলিটি শোর পঞ্চম আসরের প্রতিযোগী মডেল পূজা মিশ্র। তিনি ক্ষতিপূরণ চেয়েছেন ১০০ কোটি রুপি।

পূজার ভাষ্য, ‘বিগ বস ফাইভ’-এ তিনি জনপ্রিয় প্রতিযোগী ছিলেন। তার অনেক পরে এতে যোগ দেন সানি লিওন। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার তিনি নাকি হিংসা-বিদ্বেষ থেকে পূজা সম্পর্কে অনেক মানহানিকর কথা বলেছিলেন।

পূজা আরও অভিযোগ, উদ্দেশ্যমূলকভাবে একটি পত্রিকার কাছে তার বিরুদ্ধে কথা বলেছেন সানি লিওন। এ কারণে আমজনতার চোখে তার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণে নিজের ব্যাংক ডিপোজিট ভাঙতে হয়েছে। এতে ৭০ লাখ রুপি লোকসানের মুখে পড়েন তিনি।

আদালতের কাছে ৩৪ বছর বয়সী সানি লিওনের বিরুদ্ধে আইপিসি সেকশন ৫০০ (মানহানি) ও ১২০ (বি) (ষড়যন্ত্র) ধারায় ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছেন পূজা মিশ্র।

ডিভিশন বেঞ্চে বসা বিচারক নরেশ পাতিল বলেছেন, ‘আপাতত মামলাটি মূলতবি রয়েছে। আগামী জুনে গ্রীষ্মকালীন ছুটি শেষে এর শুনানি হবে। ’ এ সময় পূজা আদালতে ছিলেন না।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।