ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

আইপিএলে নাচে-গানে মাতাবেন যারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
আইপিএলে নাচে-গানে মাতাবেন যারা (বাঁ থেকে) ক্রিস ব্রাউন, ক্যাটরিনা কাইফ, রণবীর সিং ও জ্যাকুলিন ফার্নান্দেজ

‘লয়েল’, ‘উইথ ইউ’ গানগুলো শুনে থাকলে ক্রিস ব্রাউনকে চেনার কথা। প্রাক্তন প্রেমিকা রিয়ান্নার সঙ্গে ছাড়াছাড়িও তাকে বিখ্যাত বানিয়েছে।

আমেরিকান এই গায়ক প্রথমবারের মতো তার ভারতীয় ভক্তদের মাতাতে আসছেন। আগামী ৮ এপ্রিল ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) নবম আসরের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ২৬ বছর বয়সী এই তারকা।

ব্রাউনের সঙ্গে যোগ দেবেন আমেরিকান ড্যান্সহল র‌্যাগে ত্রয়ী মেজর লেজার এবং ইংরেজ র‌্যাপার ফিউজ ওডিজি ও জ্যামাইকান-আমেরিকান সংগীতশিল্পী নায়লাহ থরবোর্ন। মুম্বাইয়ের এনএসসিআই ডোমে অনুষ্ঠিত হবে কনসার্টটি। এক বিবৃতিতে ক্রিস ব্রাউন বলেন, ‘ভারতে প্রথমবার সংগীত পরিবেশন করবো ভেবে আমরা উচ্ছ্বসিত। হৈহুল্লোড়ে ভরপুর একটি রাত হবে বলে মনে হচ্ছে। ’

এ আয়োজনে বলিউড তারকাদের মধ্যে থাকছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, জ্যাকুলিন ফার্নান্দেজ, অভিনেতা রণবীর কাপুর ও র‌্যাপার ইও ইও হানি সিং। রণবীর জানান, তার পরিবেশনা হবে ক্রিকেটের উদ্দীপনার প্রতি সম্মান।   তিনি বলেন, ‘আমার এই পরিবেশনা সারাবিশ্বের ক্রিকেট ভক্তদের উৎসর্গ করতে চাই। ’

কনসার্টের আয়োজন করেছে বিগ আপ ফেরিসহুইল এন্টারটেইনমেন্ট ও শুভ্র ভরদ্বাজ। সনি ম্যাক্স ও সনি সিক্সের মাধ্যমে ৩২টি দেশে ৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠানটি সরাসরি দেখানো হবে।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।