ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

রানীর উপহারের ঝুড়ি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
 রানীর উপহারের ঝুড়ি রানী মুখার্জি

বলিউড অভিনেত্রী রানী মুখার্জি ও তার স্বামী নির্মাতা আদিত্য চোপড়া গত বছরের ৯ ডিসেম্বর প্রথম সন্তানের মুখ দেখেন। তাদের কন্যার নাম রাখা হয় আদিরা।

এরপর সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা সন্তানের জন্ম নেওয়ার খবর জানান।

এবার আকর্ষণীয়ভাবে আদিরা চোপড়ার আগমনের ঘোষণা দিলেন ৩৮ বছর বয়সী রানী ও ৪৪ বছর বয়সী আদিত্য। কাছের ও প্রিয় মানুষদের কাছে দারুণ সুন্দর উপহার পাঠিয়েছেন তারা।

দোলনার আকৃতির ঝুড়িতে পাঠানো উপহারটিতে আদিরার নাম ও জন্মতারিখ উল্লেখ আছে। এতে রয়েছে কেক ও চকোলেটের বয়াম, একটি টেডি বিয়ার, ‘ইটস অ্যা গার্ল’ লেখা রঙিন বেলুন, কিছু ফুল ও জিনিসপত্র সাজানোর ফিতা। সবটাতেই রয়েছে গোলাপি ও সাদা আবহ।

জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশা শ্রফ বড় ঝুড়িটি পেয়ে তড়িঘড়ি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এর ছবি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘রানী ও আদি চোপড়ার কাছ থেকে মাত্রই আদিরার জন্মের ঘোষণা পেলাম! স্বাগতম বেবি আদিরা। অনেক ভালোবাসা ও আশীর্বাদ রইলো। ’

২০১৪ সালে ২১ এপ্রিল ইতালিতে ঘরোয়া পরিসরে বিয়ে করেন রানী ও আদিত্য। এখন প্যারিসে ‘বেফিকরে’ নামের একটি ছবি পরিচালনা করছেন আদিত্য। তার সঙ্গে রানী আর আদিরাও আছে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।