ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

রণদীপের জন্য গাইবেন সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৬
রণদীপের জন্য গাইবেন সালমান

সাম্প্রতিক সময়ে ‘কিক’-এ ‘হ্যাংওভার’ আর ‘হিরো’ (২০১৬) ছবিতে ‘ম্যায় হু তেরা হিরো’র মাধ্যমে নিজের গায়কীতে শ্রোতাদের মুগ্ধ করেছেন বলিউডের ভাইজান সালমান খান। তিনি শুধু নিজের জন্যই ওই দুটি গান গেয়েছেন।

তবে এবার নিজের ছবি নয়, রণদীপ হুদার রাজনৈতিক বিদ্রুপাত্মক বিষয়ক ছবি ‘লাল রঙ’-এর জন্য গাইবেন সল্লু। ভারতের হরিয়ানায় রক্তদান চক্রের দুর্নীতি ও কেলেঙ্কারির ভিত্তি করে তৈরি হয়েছে এটি।

ডেইলি নিউজ অ্যানালাইসিসের খবর, রণদীপের অনুরোধে তার ছবিটিতে গান গাইতে সম্মতি জানিয়েছেন সালমান। কয়েকদিনের মধ্যে এর রেকর্ডিং হবে। ‘পেয়ার মে’ শিরোনামের এই গানে থাকবে বন্ধুত্ব, বন্ধন ও ভ্রাতৃত্বের কথা। এটি চিত্রায়ন করা হবে রণদীপ ও তার সহশিল্পী অক্ষয় ওবেরয়কে নিয়ে। সালমান যে গাইছেন, সেই মুহূর্তের দৃশ্যও যুক্ত করা হবে এতে। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন অজয় ভাটিয়া।

গানটি শুধু প্রচারণার জন্য ব্যবহার করা হবে। ছবিতে এটি থাকবে না। ‘লাল রঙ’-এ আরও অভিনয় করেছেন পিয়া বাজপেই ও মিনাক্ষী দীক্ষিত। সৈয়দ আহমেদ আফজাল পরিচালিত ‘লাল রঙ’ মুক্তি পাবে আগামী ২২ এপ্রিল।

সালমান ও রণদীপের মধ্যে দারুণ বন্ধুত্ব। দু’জনেরই খুব আগ্রহ ঘোড়ার প্রতি। ‘সুলতান’-এ কুস্তিগীরের কোচ চরিত্রের জন্য যশরাজ ফিল্মসকে রণদীপের নাম সুপারিশ করেন ৫০ বছর বয়সী এই অভিনেতা। তারা ‘কিক’ (২০১৪) ছবিতেও একসঙ্গে কাজ করেছেন।

* ‘লাল রঙ’ ছবির ট্রেলার দেখুন :

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।