ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

শহিদ-কঙ্গনাকে নিয়ে ‘ছাইয়া ছাইয়া’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৬
শহিদ-কঙ্গনাকে নিয়ে ‘ছাইয়া ছাইয়া’ শহিদ কাপুর ও কঙ্গনা রনৌত

‘দিল সে’ (১৯৯৮) ছবির ‘ছাইয়া ছাইয়া’ গানে শাহরুখ খান ও মালাইকা অরোরার নাচ এখনও উপভোগ করেন দর্শকরা। ফারাহ খানের নৃত্য পরিচালনায় গানটি সে সময় সাড়া জাগায়।

বিশেষ করে ট্রেনের ছাদেই পুরো গানের দৃশ্যধারণের ভাবনাটা দারুণ লেগেছে।

একই গানের তালে রূপালি পর্দায় সেই জাদু ফিরিয়ে আনছেন শহিদ কাপুর ও কঙ্গনা রনৌত। এবারও দৃশ্যধারণ হচ্ছে ট্রেনের ছাদে। বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘রেঙ্গুন’ ছবির জন্য করা হয়েছে এই পরিকল্পনা। এবারও নৃত্য পরিচালনা করছেন ফারাহ খান।

জানা গেছে, বিশাল ও ফারাহ দু’জন মিলে এ পরিকল্পনা করেছেন। গানটিতে দিন-রাত দুই সময়ই থাকবে। গত ফেব্রুয়ারি থেকে মাধ আইল্যান্ডের বৃন্দাবন স্টুডিওতে এর কাজ শুরু হয়। এরপর তারা গিয়েছিলেন অরুণাচল প্রদেশে। ছয় বগির ট্রেনে দৃশ্যধারণ হয়েছে মোট চারদিন। দুই তারকা ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে এক সপ্তাহ মহড়া করেছেন।

‘রেঙ্গুন’-এ চল্লিশ দশকের ডিভা জুলিয়ার চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। তাই জমকালো সব পোশাক পরছেন তিনি। শহিদ অভিনয় করছেন সৈনিকের ভূমিকায়। ছবিটিতে আরও আছেন সাইফ আলি খান।

* ‘ছাইয়া ছাইয়া’ গানের ভিডিও :

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।